দশের নীচে প্রায় গোটা রাজ্য, পুরুলিয়ায় পারদ নামল ৬.২ ডিগ্রিতে
ভরা পৌষে শীতে কাঁপছে গোটা দক্ষিণবঙ্গ। পশ্চিমি হাওয়ার দাপটে গোটা উত্তরভারতের সঙ্গে দক্ষিণবঙ্গেও রোজ লাফিয়ে নামছে পারদ। যার জেরে পশ্চিমের জেলাগুলিতে শুরু হয়েছে ব্যাপক শৈত্যপ্রবাহ। অন্য জেলাগুলিতেও শীতের দাপটে জবুথবু জনজীবন। প্রায় গোটা দক্ষিণবঙ্গেই পারদ ১০ এর নীচে। তবে সব থেকে কঠিন অবস্থা পুরুলিয়ার। শুক্রবার সকালে আলিপুরের তাপমাত্রা ছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে হাওয়া আপিসের তথ্য বলছে অন্য জেলাগুলির অবস্থা আরও কঠিন। শুক্রবার সকালে পুরুলিয়া শহর ছিল রাজ্যের সমতলে শীতলতম। সেখানে পারদ নেমেছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াসে। দ্বিতীয় স্থানে ছিল…