নয়াদিল্লি: এ যেন তুষার সাম্রাজ্য। কনকনে ঠান্ডা। পারদ নেমে গিয়েছে শূন্যের অনেক নীচে। এখন এমনই পরিস্থিতি আমেরিকার বিস্তীর্ণ অংশের। শৈত্যঝড়ে কার্যত পর্যুদস্ত আমেরিকা। বিদ্যুৎহীন বিপুল এলাকা। বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
এর নাম দেওয়া হয়েছে বম্ব স্টর্ম (Bomb Storm) বা বম্ব সাইক্লোন (Bomb Cyclone)।
বম্ব সাইক্লোন কী?
নিম্নচাপ বলয় এবং উচ্চচাপ বলয়ের মধ্যে সংঘর্ষের জেরেই ঝড় তৈরি হয়। উচ্চচাপ বলয়ের থেকে বাতাস নিম্নচাপ বলয়ের দিকে প্রবল বেগে ছুটে যায়। নিম্নচাপ বলয়ের বায়ুর চাপ কতটা দ্রুত কমছে তার উপর নির্ভর করে একে বম্ব সাইক্লোন বলা হয়। ২৪ ঘণ্টায় বায়ুর চাপ অন্তত ২৪ মিলিবার কমে গেলে, তাকে বম্ব সাইক্লোন বলা হয়ে থাকে।
আমেরিকায় এখন এমনই পরিস্থিতি চলেছে। নিউ ইয়র্ক এবং বাফেলোতে এমনই অবস্থা। আমেরিকার মন্টানাও প্রবল শৈত্যঝড়ের কবলে। সেখানে শূন্যের থেকে ৪৫ ডিগ্রি নীচে নেমে গিয়েছে পারদ। কানাডাতেও একইরকম আবহাওয়া পরিস্থিতি।
সেদেশের আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, বম্ব সাইক্লোনের আশঙ্কা ক্রমশ বাড়ছে। কানাডার সীমান্ত থেকে মেক্সিকো সীমান্ত হয়ে রিও গ্রান্দে (Rio Grande) পর্যন্ত বিস্তীর্ণ এই এলাকা। US National Weather Service Department-এর তরফে জানানো হয়েছে আমেরিকার মোট ৬০ শতাংশ বাসিন্দা কোনও না কোনও ভাবে এই শৈত্যঝড়ের সতর্কতা পেয়েছেন। রকি পর্বতমালার পূর্ব থেকে অ্যাপালেশিয়ান অঞ্চল পর্যন্ত ভয়ানকভাবে তাপমাত্রা কমে গিয়েছে। বাফেলো, ভারমন্ট, ওহিও, মিসৌরি, উইসকনসিন, কানসাস, কলোরাডো-সহ আরও একাধিক জায়গা প্রবল শৈত্যঝড়ের কবলে।
Hopped in a plow and immediately was passed in median by a truck. Come on people. We can do better. Don’t pass a plow and don’t pass in the median. pic.twitter.com/RpBjiADPYU
— WSDOT East (@WSDOT_East) December 23, 2022
বিমানযাত্রায় ধাক্কা:
আবহাওয়ার এই পরিস্থিতির জন্য একের পর এক বিমান বাতিল হচ্ছে।
বিদ্যুৎ পরিষেবা ব্যাহত:
শৈত্যঝড়ের কারণে আমেরিকার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়েছে। যার ফলে প্রবল ভোগান্তিতে বাসিন্দারা। রবিবার পর্যন্ত অন্তত ২ লক্ষ বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।
(Feed Source: abplive.com)