টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে বাংলার দীপ্তি, রিচা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে বাংলার দীপ্তি, রিচা

মুম্বই: আগামী বছর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2023) জন্য ভারতীয় স্কোয়াড (Indian Womens Squad) ঘোষণা হয়ে গেল। দলে সুযোগ পেয়েছেন বাংলার দীপ্তি শর্মা ও রিচা ঘোষ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের জন্যও দল ঘোষণা হয়ে গেল। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারতীয় মহিলা দল। ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে ইংল্য়ান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও আয়ারল্যান্ড। প্রত্যেক গ্রুপের প্রথম দুটো দল সেমিফাইনালে খেলবে। আগামী ২৬ ফেব্রুয়ারি কেপটাউনে হবে ফাইনাল খেলা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় মহিলা দলের অধিনায়ক থাকছেন হরমনপ্রীত কৌরই। স্মৃতি মন্ধানা ভাইস ক্যাপ্টেন। উইকেট কিপার ব্যাটার হিসেবে রিচার সঙ্গে রয়েছেন ইয়াস্তিকা ভাটিয়া। এছাড়াও রয়েছে জেমিমা রডরিগেড, রাধা যাদব, রেনুকা ঠাকুর, অঞ্জলি সর্বানি, পূজা ভাস্ত্রাকার, রাজেশ্বরী গায়কোয়াড়, শিখা পাণ্ডে, হরলীন দেওয়াল, দেভিকা বৈদ্য। পূজার চোট রয়েছে। পরিস্থিতি বুঝে তাঁকে দলে অন্তর্ভূক্ত করা হবে। এছাড়াও রিজার্ভ প্লেয়ার হিসেবে সাব্বিনেনি মেঘনা, স্নেহ রানা ও মেঘনা সিংহ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াড: হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, শেফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া, রিচা ঘোষ, জেমিমা রডরিগেজ, হরলীন দেওয়াল, দীপ্তি শর্মা, দেভিকা বৈদ্য, রানা যাদব, রেনুকা ঠাকুর, অঞ্জলি সর্বানি, পূজা ভাস্ত্রাকার, রাজেশ্বরী গায়কোয়াড, শিখা পাণ্ডে

দৌড়ে অর্শদীপ সিংহ

অভিষেকের পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। এবার আইসিসির চলতি বছরের সেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার দৌড়ে অর্শদীপ সিংহ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল চলতি বছরের সেরা উদীয়মান ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় রয়েছেন ভারতের এই তরুণ পেসারের নাম। তালিকায় আরও তিনজন রয়েছেন। তাঁরা হলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার মার্কো ইয়েনসেন, নিউজিল্য়ান্ডের ফিন অ্যালেন ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরান।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভাল পারফরম্যান্স। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স অর্শদীপকে জাতীয় দলে সুযোগ করে দিয়েছিল। সাদা বলের ফর্ম্যাটে এই মুহূর্তে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য এই পাঞ্জাবের তরুণ। বিশেষ করে টি-টোয়েন্টিতে। এখনও পর্যন্ত ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মোট ৩৩ উইকেট ঝুলিতে পুরেছেন অর্শদীপ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও নজরকাড়া পারফর্ম করেছেন অর্শদীপ। এখন দেখার এবছরের সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে অর্শদীপকে বেছে নেওয়া হয় কিনা।

(Feed Source: abplive.com)