মেঘালয়ের ৫২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল

মেঘালয়ের ৫২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল

#কলকাতা: ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। তার আগেই মেঘালয়ের বিধানসভা নির্বাচনের জন্য় প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। মেঘালয়ে ৬০টি আসনে বিধানসভা ভোট। তার মধ্য়ে ৫২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। প্রাক্তন মুখ্য়মন্ত্রী মুকুল সাংমাকে দু’টি আসনে প্রার্থী করা হয়েছে।

সর্বভারতীয় ক্ষেত্রে নিজেদের উপস্থিতি আরও প্রসারিত করার লক্ষ্য়ে এবার মেঘালয়কে পাখির চোখ করেছে তৃণমূল। কয়েকদিন আগেই মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় মেঘালয় সফরে গিয়েছিলেন। শিলংয়ে সভাও করেছেন তাঁরা। চলতি মাসে ফের তুরায় যাওয়ার কথা মমতা এবং অভিষেকের।

মেঘালয়ের সাধারণ মানুষের মন পেতে ক্ষমতায় এলে WE কার্ড দেওয়ার ঘোষণা করেছে তৃণমূল। অনেকটা লক্ষ্মীর ভান্ডারের আদলে এই কার্ড চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্য়মে প্রতি মাসে মহিলাদের ১০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল।

সূত্রের খবর, মেঘালয়ের বাকি আটটি আসনে অন্য় কোনও দলের সঙ্গে জোট বাঁধতে পারে তৃণমূল। মুকুল সাংমাকে দু’টি আসনে প্রার্থী করে তিনিই যে মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী তা বুঝিয়ে দিল তৃণমূল। মুকুল সাংমাকে সোংসাক এবং তিকরিকিল্লা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, প্রতীক চেনানো ও দল বদল ঠেকাতে আগে থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হল।

(Feed Source: news18.com)