ধর্ষণ করেছিল ছেলে, বদলা নিতে মাকে গুলি করল কিশোরী!চাঞ্চল্য় দিল্লিতে

ধর্ষণ করেছিল ছেলে, বদলা নিতে মাকে গুলি করল কিশোরী!চাঞ্চল্য় দিল্লিতে

#দিল্লি: ধর্ষণের বদলা নিতে নির্যাতনকারীর মাকেই গুলি করল এক কিশোরী। চাঞ্চল্য়কর এই ঘটনা ঘটেছে দিল্লিতে। ১৬ বছর বয়সি ওই কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ।

এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ওই কিশোরীকে ২০২১ সালে ধর্ষণ করেছিল এক নাবালক। এ দিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সেই অভিযুক্তের মাকেই গুলি করে নির্যাতিতা কিশোরী। রাজধানী দিলল্লির ভজনপুরা এলাকায় এই নাটকীয় ঘটনা ঘটেছে। একটি পিস্তল থেকে মহিলাকে লক্ষ্য় করে গুলি চালায় ওই কিশোরী।

জানা গিয়েছে, বছর পঞ্চাশের ওই মহিলা এলাকায় একটি মুদি দোকান চালান। তার ছেলেই ধর্ষণে অভিযুক্ত। যদিও সে নাবালক হওয়ায় তার পরিচয় জানায়নি পুলিশ।

ঘটনায় গুরুতর জখম হন ওই মহিলা। যদিও বরাতজোরে প্রাণে বেঁচে যান তিনি। আহত অবস্থায় উদ্ধারল করে তাঁকে দিল্লির জিটিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(Feed Source: news18.com)