অফিস ছুটি নিয়ে বসকে খুন! নিজের বাগানেই দেহ পুুঁতে দিল সরকারি কর্মী
নয়াদিল্লি: অফিস ছুটি নিয়ে নিজের ঊর্ধ্বতন আধিকারিককেই খুন করলেন এক সরকারি কর্মী৷ এমন কি, খুনের পর নিজের সরকারি আবাসনের বাগানেই দেহ পুঁতে দিয়ে সিমেন্ট দিয়ে জায়গাটি ঢালাই করে দেয় অভিযুক্ত৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দিল্লির আর কে পুরম এলাকায়৷ এই ঘটনায় ইতিমধ্যেই অনীশ নামে অভিযুক্তকে গ্রেফতার করেেছ পুলিশ৷ জেরায় খুনের কথা স্বীকারও করে নিয়েছে ওই সরকারি কর্মী৷ মহেশ নামে নিহত ওই ব্যক্তি সার্ভে অফ ইন্ডিয়া ডিফেন্স অফিসার কমপ্লেক্সে সারভেয়র পদে কর্মরত ছিলেন৷ অভিযুক্ত অনীশের দাবি, মহেশ তার থেকে ৯…