শিয়ালদহ আর আহমেদ ডেন্টাল কলেজে অচলাবস্থা, তিনদিন ধরে ঘেরাও সুপার

শিয়ালদহ আর আহমেদ ডেন্টাল কলেজে অচলাবস্থা, তিনদিন ধরে ঘেরাও সুপার

#কলকাতা: নতুন বছরের শুরুতেই অচলাবস্থা শিয়ালদহ আর আহমেদ ডেন্টাল কলেজে। সেখানকার ইন্টার্ন ছাত্রীদের গত বৃহস্পতিবার হস্টেল খালি করার নির্দেশ দেয় ডেন্টাল কলেজ কর্তৃপক্ষ। আর এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।

৩০ জন ইন্টার্ন ছাত্রী লেডিজ হস্টেলে থাকতেন। তাঁদের দাবি,তাঁরা প্রত্যেকেই কলকাতা থেকে বহু দূরবর্তী অঞ্চলের বাসিন্দা। বেশ কয়েকজন উত্তর – পূর্ব ভারতের বাসিন্দা। ৪৮ ঘণ্টার মধ্যে হস্টেল খালি করার নির্দেশের ফলে তাঁরা অথৈ জলে পড়েছেন।

প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে কলেজের প্রশাসনিক বিল্ডিংয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন গিরি এবং সুপার তীর্থঙ্কর দেবনাথের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন ওই ইন্টার্ন ছাত্রীরা।

শিয়ালদহ আর আহমেদ ডেন্টাল কলেজে দীর্ঘদিন ধরেই হস্টেলের সমস্যা চলছে। প্রত্যেক বছরই নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের একাংশ হস্টেল না পাওয়ায় ক্ষোভ দেখা যায়। সব থেকে বেশি সমস্যা হয় লেডিজ হস্টেলকে কেন্দ্র করে।

রাজ্যের দূরবর্তী জেলাগুলি থেকে শুরু করে উত্তর পূর্বের রাজ্যের মেয়েদের অনেকেই বাইরে ঘর ভাড়া করে, কেউ বা পেয়িং গেস্ট হিসেবে থাকতে বাধ্য হন। ফলে ইন্টার্ন ছাত্রীদের হস্টেল খালি করার নির্দেশ আগুনে ঘৃতাহুতি দেয়। আন্দোলনকারী ছাত্রীদের পাশে ডেন্টাল কলেজের অনেক ছাত্রছাত্রীই দাঁড়ান। কয়েকজন ছাত্রছাত্রী তো অবস্থান বিক্ষোভেও সামিল হয়েছেন।

অন্যদিকে শিয়ালদহ আর আহমেদ ডেন্টাল কলেজ কর্তৃপক্ষ জানাচ্ছে,হস্টেল সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরেই চেষ্টা করা হচ্ছে। তবে যে ইন্টার্ন ছাত্রীরা আন্দোলন করছে তাঁরা গত শুক্রবারে পাস করে হাউসস্টাফ হয়ে গিয়েছেন।

হাউসস্টাফ হয়ে গেলে কাউকে কলেজের হোস্টেল দেওয়া যায় না। তাছাড়া এই বছর কলেজের সিট বৃদ্ধি পাওয়ায় প্রথম বর্ষে গত বছরের তুলনায় আরো ৫০ জন অতিরিক্ত ভর্তি হয়েছে। ফলে তাদের অনেককেই লেডিজ হস্টেল দিতে বদ্ধপরিকর কলেজ কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ছাত্র সংসদ ভোট করার দাবিতে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রী ঘেরাও করেছিল সেখানকার অধ্যক্ষ, সুপার সহ কলেজ কাউন্সিলের সদস্যদের। পরবর্তীতে তা আমরণ অনশন এবং পরে কলেজ কতৃপক্ষের নির্দেশ ছাড়াই ছাত্র সংসদের ভোট পরিচালনা করে।

এই পরিপ্রেক্ষিতে শিয়ালদহ আর আহমেদ ডেন্টাল কলেজের অচলাবস্থা কীভাবে মিটবে, এখন সেটাই দেখার।

(Feed Source: news18.com)