C/2022 E3 (ZTF): সাবধান! ৫০ হাজার বছর পর পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভয়ংকর এক ধূমকেতু…

C/2022 E3 (ZTF): সাবধান! ৫০ হাজার বছর পর পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভয়ংকর এক ধূমকেতু…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন বছরেই ধূমকেতু! এর নামই তো ‘ধূমকেতু’, ফলে এ তো ধূমকেতুর মতোই আসবে। এই ২০২৩ সালেও এটা ঘটবে– এ আর আশ্চর্য কী! জানা গিয়েছে, আর কয়েক সপ্তাহের মধ্যেই পৃথিবীকে অতিক্রম করবে এটি। খালি চোখে দেখাও যাবে এটিকে। ৫০ হাজার বছর পরে ধূমকেতুটি দৃশ্যমান হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মহাকাশ গবেষণা সংস্থা জুইকি ট্রানসিয়েন্ট ফ্যাসিলিটি গত বছরের মার্চ মাসেই এই ধূমকেতুর সন্ধান পেয়েছিল। তখন এটি বৃহস্পতি গ্রহটিকে অতিক্রম করছিল। গবেষকেরা ধূমকেতুটির নাম দিয়েছিলেন ‘সি/২০২২ ই৩ (জেডটিএফ)’।

মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, ১২ জানুয়ারি এই ধূমকেতুটি সূর্যকে অতিক্রম করতে চলেছে। এবং আগামী ১ ফেব্রুয়ারি ধূমকেতুটি পৃথিবীর কাছ দিয়ে যেতে পারে। এই সময়ে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে সহজেই এটি দেখা যেতে পারে। আর আকাশ পরিষ্কার থাকলে তো খালি চোখেই দেখা যাবে ধূমকেতুটিকে। ফ্রান্সের প্যারিস অবজারভেটরির জ্যোতির্পদার্থবিদ নিকোলাস বিভার বলেছেন, পূর্ণিমা থাকলে ধূমকেতু দেখা কঠিন। তবে এ মাসের শেষ দিকে পূর্ণিমা থাকছে না। তাই আকাশ পর্যবেক্ষকদের জন্য ধূমকেতু দেখার এটি অন্যতম ভালো সুযোগ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আসন্ন ১ ফেব্রুয়ারির পর ১০ ফেব্রুয়ারি ধূমকেতুটি যখন মঙ্গল গ্রহ অতিক্রম করবে, তখনই এটি দেখার সুযোগ পাওয়া যাবে।

জ্যোতির্পদার্থবিদেরা বলেছেন, ধূমকেতুটি বরফ ও ধূলিকণায় তৈরি, এটি সবুজ আভা ছাড়তে ছাড়তে যাচ্ছে। ধূমকেতুটির ব্যাস প্রায় এক কিলোমিটার হতে পারে। তাঁরা বলছেন, এবারের ধূমকেতুটির বিশেষত্ব হচ্ছে, এটি পৃথিবীর অনেক কাছ দিয়ে যাবে এবং এটি প্রত্যাশার চেয়েও বেশি উজ্জ্বল হয়ে দেখা দিতে পারে।

বিজ্ঞান বলে, ধূমকেতু সাধারণত উর্ট ক্লাউড নামের একটি এলাকা থেকে আসে। এক্ষেত্রেও এসেছে। উর্ট ক্লাউড হল সৌরজগতের চারপাশে বিশাল এক গোলক, যেখানে নানা মহাজাগতিক বস্তু রয়েছে। এই ধূমকেতুটির গঠন নিয়ে নানা গবেষণায় নেমেছেন বিজ্ঞানীরা। এ জন্য নাসার জেমস ওয়েব টেলিস্কোপটিকেও কাজে লাগানো হচ্ছে।

প্যারিস অবজারভেটরির জ্যোতির্পদার্থবিদ নিকোলাস বিভার বলেছেন, ধূমকেতু এবার পৃথিবীকে অতিক্রমের পর পুরোপুরি সৌরজগতের বাইরে চলে যাবে, আর ফিরবে না।

(Feed Source: zeenews.com)