স্বল্পমূল্যের BHIM UPI লেনদেনে ‘ইনসেনটিভ’, RuPay কার্ড নিয়েও বড় পদক্ষেপ সরকারের

স্বল্পমূল্যের BHIM UPI লেনদেনে ‘ইনসেনটিভ’, RuPay কার্ড নিয়েও বড় পদক্ষেপ সরকারের

স্বল্পমূল্যের BHIM UPI লেনদেনের জনপ্রিয়তা বাড়াতে বাড়তি উদ্যোগ নিল কেন্দ্র। সেইসঙ্গে RuPay ডেবিট কার্ডের জনপ্রিয়তা বৃদ্ধিতেও নজর দেওয়া হল। সেজন্য ২,৬০০ কোটি টাকার ‘ইনসেনটিভ’ প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

সেই ‘ইনসেনটিভ’ প্রকল্পের আওতায় চলতি অর্থবর্ষে RuPay ডেবিট কার্ড এবং ইউপিআইয়ের মাধ্যমে পিওএস (পয়েন্ট অফ সেল) এবং ই-কমার্সের লেনদেনের জন্য ব্যাঙ্কগুলিকে আর্থিক সাহায্য প্রদান করবে কেন্দ্রীয় সরকার। ওই মহলের বক্তব্য, সেই পদক্ষেপের ফলে দেশে মজবুত ডিজিটাল কাঠামো গড়ে উঠবে। ওই প্রকল্পের আওতায় অর্থনৈতিক দিক কার্যকরী এবং ব্যবহারকারীেদর পক্ষে সুবিধাজনক ও সহজ ডিজিটাল লেনদেন হিসেবে UPI Lite এবং UPI123PAY-কে জনপ্রিয় করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে সেই ইনসেনটিভ প্রকল্পে অনুমোদনের পর কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব জানান, RuPay ডেবিট কার্ড এবং স্বল্পমূল্যের BHIM UPI লেনদেনের জনপ্রিয়তার বাড়াতে সেই ২,৬০০ কোটি টাকার ‘ইনসেনটিভ’ প্রদান করা হতে চলেছে। কেন্দ্রের তরফে বলা হয়েছে, ‘RuPay ডেবিট কার্ড এবং স্বল্পমূল্যের BHIM UPI লেনদেনের (পার্সন-টু-মার্চেন্ট) জনপ্রিয়তার বাড়াতে ইনসেনটিভ স্কিমে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।’

দীর্ঘদিন ধরেই অনলাইনে লেনদেনের উপর জোর দিচ্ছে মোদী সরকার। গত বছর সাধারণ বাজেটের ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করতে ইচ্ছুক মোদী সরকার। সেইসঙ্গে অর্থনৈতিক দিক কার্যকরী এবং ব্যবহারকারীদের পক্ষে সুবিধাজনক ও সহজ ডিজিটাল লেনদেনের উপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

উল্লেখ্য, ভারতে ডিজিটাল বা অনলাইনে লেনদেনের জনপ্রিয়তা ক্রমশ ব্যবহার বাড়ছে। উচ্চবিত্তের সঙ্গে মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের মধ্যেও ডিজিটাল পেমেন্টের জনপ্রিয়তা বাড়ছে। যে প্রমাণ মিলেছে গত বছরের (২০২২ সাল) ডিসেম্বর। সেই মাসে রেকর্ড লেনদেন হয়েছিল। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) তথ্য অনুযায়ী, UPI-র মাধ্যমে ডিসেম্বরে ভারতে মোট ৭৮২ কোটি টাকার লেনদেন হয়েছে। অর্থাৎ মোট লেনদেনের পরিমাণ ঠেকেছে ১২.৮২ লাখ কোটি টাকায়। ২০২১ সালের ডিসেম্বরের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ৭১ শতাংশ।

(Feed Source: hindustantimes.com)