কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি দিলীপের, পাল্টা কড়া জবাব দিলেন ফিরহাদ

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি দিলীপের, পাল্টা কড়া জবাব দিলেন ফিরহাদ

#কলকাতা: এবার দিলীপ ঘোষের মন্তব্যকে ভিত্তিহীন বললেন ফিরহাদ হাকিম। কলকাতা হাইকোর্টের ঘটনায় রাজ্য পুলিশের উপর ভরসা না করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানান দিলীপ ঘোষ। তার প্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেন, “এগুলো বেসলেস কথাবার্তা। এর কোন অর্থ হয় না। যাঁরা আইনমন্ত্রী তাঁরা বলবেন, এতে আমার ঢোকা ঠিক না।”

হাওড়ার বিধায়ক নিজের জেতা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে টেনে মন্তব্য করেন। “গুলশান যদি বিধানসভায় না জিততে পারেন তাহলে রাজ্যে মুখ্যমন্ত্রীও হবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।” গুলশানের এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বললেই গুলশান মল্লিক আছেন, ববি হাকিম আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের বিশ্বাস আছে তাই আমরা সকলে ভোটে জিতি। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, গুলশানও তাই। ঔদ্ধত্য ভাল নয়,  আমরা সকলেই কর্মী আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।”

এদিন আবাস যোজনায় বিরোধীদের দুর্নীতির অভিযোগ উড়িয়ে দেন কলকাতার মহানাগরিক৷ জানান, “আবাস যোজনায় কোনও দুর্নীতি হয়নি।  অ্যাপ্লিকেশন যে কেউ করতে পারে। কিন্তু টাকা বরাদ্দ করার আগে ভেরিফিকেশন মাস্ট। আমি এখানে কোনো আবাসন করতে পারি। সে ক্ষেত্রে অনেকেই আবেদন করতে পারেন। কিন্তু বাংলার বাড়ি হোক বা ফ্ল্যাট আমরা তাদেরই দেব যারা গৃহহীন। পুলিশ এবং প্রশাসন ভেরিফিকেশন করবে। এক্ষেত্রেও তাই হয়েছে আবেদন যে কেউ করতে পারে। কারো পরিচিত, আত্মীয় সকলের নামই আবেদনে থাকতে পারে। টাকা বরাদ্দ করার আগে যে ভেরিফিকেশন সেখানেই ১৭ লক্ষ নাম বাদ গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ভেরিফিকেশন হচ্ছে।”

এবার নির্ধারিত সময়ের মধ্যে আবাস যোজনার বাড়ি তৈরি করলেই দেওয়া হবে রাজ্য সরকারের তরফে পুরস্কার। এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্য, “পুরস্কারের ঘোষণা ভাল। কারণ এতে নিচু তলার কর্মী এবং বিডিও যারা আছেন তারা উৎসাহিত হবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ থাকবে। এটা ভাল উদ্যোগ।”

(Feed Source: news18.com)