বাড়ছে উদ্বেগ, রাজ্যে ফের চিকেন পক্স আক্রান্তের মৃত্যু

বাড়ছে উদ্বেগ, রাজ্যে ফের চিকেন পক্স আক্রান্তের মৃত্যু

ঝিলম করঞ্জাই, কলকাতা : রাজ্যে ফের চিকেন পক্স (Chicken Pox Death) আক্রান্তের মৃত্যু। বেলেঘাটা আইডি-তে (Beleghata ID Hospital) মৃত্যু সাঁতরাগাছির বাসিন্দার। প্রসঙ্গত, এই নিয়ে এক মাসে বেলেঘাটা আইডি-তে চিকেন পক্সে ৬ জনের মৃত্যু হল। ১২ জানুয়ারি চিকেন পক্সের সঙ্গে এনসেফ্যালোপ্যাথি, প্রবল শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন ওই বাসিন্দা। অবস্থা সঙ্কটজনক হওয়ায় ১২ তারিখই দেওয়া হয় সিসিইউ-তে। আজ সকালে মৃত্যু হয়েছে তাঁর।

কী জানাচ্ছে হাসপাতাল

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, গত ১২ জানুয়ারি অন্য একটি হাসপাতাল থেকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সাঁতরাগাছির ওই বাসিন্দাকে। হেপাটাইটিস বি-তে দীর্ঘদিন ধরে আক্রান্ত থাকার ইতিহাসের পাশাপাশি চিকেন পক্সের সঙ্গে এনসেফ্যালোপ্যাথি নিয়েও হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বেলেঘাটা আইডি হাসপাতালের ভাইস প্রিন্সিপাল অমিতাভ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘বেশ আশঙ্কাজনক অবস্থাতেই ভর্তি করা হয়েছিল রোগীকে। বিশেষজ্ঞ ডাক্তারদের দল গঠন করে আইসিতে রেখে সবরকম চেষ্টা করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, আজ সকালে উনি এক্সপায়ার করেছেন।’

চিকিৎসকদের সতর্কবার্তা

চিকেন পক্সে বাড়তে থাকা মৃত্যু দেখে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। চিকিত্‍সকরা জানাচ্ছেন, ভ্যাকসিন নেওয়া থাকলে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। তবে এই ভাইরাস অত্যন্ত ছোঁয়াছে। বয়স্কদের ভ্যাকসিন না নেওয়া থাকলে তাঁদের বাড়তি সতর্ক থাকা পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা।

বাড়ছে চিকেন পক্সে মৃত্যু

গত মঙ্গলবার, বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্য়ু হয়, উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা, শঙ্কর কান্তি নামে এক চিকেন পক্স আক্রান্তের। তার আগে, ২ রা জানুয়ারি, এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির বাসিন্দা, মঙ্গলা ধারা। গত বছরের ডিসেম্বর মাসে, বেলেঘাটা আইডিতে মৃত্য়ু হয় ৩ চিকেন পক্স আক্রান্তের। মৃত্য়ু হয় দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা মীরা নস্কর (৫২) নামে এক মহিলার। উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা পঙ্কজ বাছার (৬৫) নামে এক ব্য়ক্তির এবং হুগলির হরিপালের আরতি দেশমুখ (৬৫) নামে এক চিকেন পক্স আক্রান্তের। তার আগে এর আগে, ১৯ নভেম্বর বেলেঘাটা আইডিতেই চিকেন পক্স আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়, চেতলার বাসিন্দা আশিস পাল (৫৯) নামে এক ব্য়ক্তির।

(Feed Source: abplive.com)