কুয়াশার কারণে বাতিল গঙ্গাসাগর যাওয়ার ফেরি পরিষেবা, বিক্ষোভ যাত্রীদের

কুয়াশার কারণে বাতিল গঙ্গাসাগর যাওয়ার ফেরি পরিষেবা, বিক্ষোভ যাত্রীদের

ঘন কুয়াশার কারণে সকালে ফেরি বাতিল থাকায় গঙ্গাসাগরে যেতে গিয়ে সমস্যায় পড়লেন পূণ্যার্থীরা। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান যাত্রীরা। শনিবার সাতসকালেই সংস্থার তরফে মেসেজ করে ফেরি বাতিল করার কথা জানানো হয়। এরপরেই আজ মিলিলিয়ম পার্কে পৌঁছে যাত্রীরা বিক্ষোভ দেখান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রতিবছর গঙ্গাসাগর মেলা উপলক্ষে রাজ্য এবং ভিন রাজ্যের পূণ্যার্থীরা জলযানে মিলেনিয়াম পার্ক থেকে গঙ্গাসাগরে যান। এবারও গঙ্গাসাগর যাওয়ার জন্য অনেকেই টিকিট কেটেছিলেন। টিকিটের দামও ছিল অনেক বেশি। আজ অনেকেই পৌঁছেছিলেন মিলিনিয়াম পার্কে। সেখানে পৌঁছে এ কথা জানার পরে বেজায় ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। তবে কুয়াশার কারণে ফেরি পরিষেবা না দিতে পারায় অন্য গাড়িতে করে তাদের পৌঁছে যেতে চেয়েছিল সংস্থা। তাতে রাজি হয়নি পূর্ণার্থীরা। তাঁরা চিৎকার, চেঁচামেচি শুরু করে দেন। এদিকে, ওই সংস্থার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেন যাত্রীরা কিন্তু তারপরও সংস্থা সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরে পুলিশের তৎপরতায় ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে তারা টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

পুলিশের সহায়তায় অন্য একটি ফেরির সাহায্যে ওই পূণ্যার্থীদের গঙ্গাসাগরে পৌঁছে দেওয়া হয়। এর পরে বিক্ষোভ থেকে সরে দাঁড়ান পূর্নার্থীরা। প্রসঙ্গত, গঙ্গাসাগর মেলা উপলক্ষে অতিরিক্ত বাস এবং ট্রেন চলছে। দিল্লি থেকে এক পুণ্যার্থীর কথায়, অনেক দিন আগে টিকিট কাটা ছিল। আমরা আগের দিনই কলকাতা চলে এসেছি আজ সকালে জানতে পারি এই পরিষেবা বাতিল রয়েছে।

(Feed Source: hindustantimes.com)