ভারতের হয়ে নেপাল থেকে পদক জয় করল খুদে ক্যারাটে চ্যাম্পিয়নরা

ভারতের হয়ে নেপাল থেকে পদক জয় করল খুদে ক্যারাটে চ্যাম্পিয়নরা

#মুর্শিদাবাদ:  নেপালে ক্যারাটে প্রতিযোগিতায় জয় জয়কার মুর্শিদাবাদ জেলার কান্দির। ভারতের হয়ে প্রতিনিধত্ব করে ক্যারাটেতে দুটি বিভাগে অংশগ্রহণ করে পদক জয় করে বাড়ি ফিরল মুর্শিদাবাদের খুদে চ্যাম্পিয়নরা।

মুর্শিদাবাদ জেলার কান্দি আর.এম.সি মাঠে কান্দি ক্যারাটে ক্লাবের পক্ষ থেকে প্রশিক্ষক মৃগাঙ্ক কুন্ডু দৈনিক প্রশিক্ষণ দিয়ে থাকেন প্রায় ১৫০জন ছাত্র ও ছাত্রীদের। প্রশিক্ষক মৃগাঙ্ক কুন্ডু তার নেতৃত্বে ৫ জন মেয়ে ও ৪ জন ছেলে, মোট ৯জন নেপাল গিয়ে, ইন্টারনেসেনাল ক্যারাটে প্রতিযোগিতা তে অংশগ্রহণ করে। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল নেপাল ক্যারেটে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেবদাহ ক্যারাটে ডু অ্যাকাডেমি উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়। নেপালের দেবদাহ রুপনদেহী লুম্বিনি প্রভিন্স নেপালে এই খেলার আয়োজন করা হয় ১০ থেকে ১২ই জানুয়ারি।

আর সেই ক্যারাটে প্রতিযোগিতায় প্রত্যেকে দক্ষতার সঙ্গে প্রতিযোগিতা করে। সেই প্রতিযোগিতায় তিনটে সোনা, সাতটি রুপো, চারটি ব্রোঞ্জ পদক হয়ে ভারতের মুখ উজ্বল করে। তবে কান্দি ক্যারাটে ক্লাব ছাড়াও সারা দেশ থেকে প্রায় ৩৫জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। তবে ভারত ছাড়াও নেপালে এই প্রতিযোগিতাতে বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেছিল। ভারত সহ নেপাল, ভুটান, শ্রীলংকা, বাংলাদেশ, কোরিয়া, ইংল্যান্ড, চীন, অংশ গ্রহণ করে বলে জানা যায়। বিভিন্ন দেশ কে পরাজিত করে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে ১৪টি পদক জয় লাভ করে মুর্শিদাবাদের কান্দিতে পা রেখেছেন সকল খুদে চ্যাম্পিয়নরা। তবে তাদের এই সাফল্য খুশি গোটা মুর্শিদাবাদ জেলাবাসী ।

অন্যদিকে বর্তমানে মেয়েদের আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণ খুব জরুরী বলেও জানিয়েছেন এক খুদে ক্যারাটে চ্যাম্পিয়ন।কৌশিক অধিকারী

(Feed Source: news18.com)