নয়াদিল্লি: সামনেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। তবে পরীক্ষার দিন ঘোষণার পর থেকেই নির্ধারিত দিন পিছিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন পড়ুয়ারা। ন্যাশনাল টেস্টিং এজেন্সির(NTA) কাছে জয়েন্ট এন্ট্রান্স( JEE mains ২০২৩) সেশন ১ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ইঞ্জিনিয়ারিং-এর পরীক্ষার্থীরা ৷ সঙ্গে যোগ্যতার মানদণ্ড হিসেবে ৭৫ শতাংশ নম্বর পেতে হবে, এই নতুন নিয়মটিকেও মুছে ফেলার দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে সরব তাঁরা৷
গত বছর অর্থাৎ ২০২২-এর ১৫ ডিসেম্বর ২০২৩ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা করে NTA৷ বোর্ডের ঘোষণা অনুযায়ী পরীক্ষার প্রথম পর্ব শুরু হয়ে যাবে ২৪ জানুয়ারি৷ তারপর থেকেই ট্যুইটারে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা JEEMain2023 পরীক্ষা এপ্রিলে মাসে করার দাবি জানাচ্ছেন ৷
পরীক্ষার্থীদের কথায় JEE Main 2023 আর বোর্ডের প্র্যাকটিক্যাল পরীক্ষা একই সময়ে হবে৷ যা ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত অসুবিধাজনক৷ ছাত্রছাত্রীদের এই দাবি পৌঁচেছে আদালতের দোরগড়াতেও৷ বোম্বে হাইকোর্টে আগে এই বিষয়ে একটি পিটিশন দাখিল করা হয়েছিল৷ তবে, আদালত ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা স্থগিত করতে অস্বীকার করে, কারণ এই ধরনের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে পরীক্ষার দিনক্ষণ বদলালে তার ফলে “ক্যাসকেডিং প্রভাব” তৈরি হবে৷
তবে পড়ুয়াদের পাল্টা দাবি যে বহু রাজ্যের বোর্ডের পরীক্ষার দিনের সঙ্গেই একই দিনে পড়তে চলেছে JEE Main ৷ আসাম বোর্ডের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে জানুয়ারি ২৫ থেকে৷ অন্যদিকে বিহার এবং তেলেঙ্গানা বোর্ডের প্র্যাকটিক্যাল জানুয়ারির ২০ থেকে শুরু হতে চলেছে৷ এনটিএ বোর্ডের তারিখ অনুযায়ী জয়েন্ট পরীক্ষা চলবে জানুয়ারি ২৪ থেকে ফেব্রুয়ারি ১ পর্যন্ত ৷ ফলত এইসব বোর্ডের পরীক্ষাগুলি JEEMain পরীক্ষার দিনগুলির মধ্যেই পড়তে চলেছে ৷
এত সংক্ষিপ্ত সময়ে জেইই মেইনের প্রস্তুতি নিতে হবে তাই উদ্বিগ্ন শিক্ষার্থীরা৷ একই দিনে বোর্ডের ব্যবহারিক পরীক্ষা থাকলে কিভাবে জয়েন্ট পরীক্ষা দেবেন সেই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে সরব পড়ুয়ারা৷ IIT, NIT-এ BTech, BE, BArch-সহ বিভিন্ন কোর্সে ভর্তির জন্য বোর্ডের পরীক্ষার নম্বরের যথেষ্ট গুরুত্বও রয়েছে৷