দিল্লির সিগন্য়াল পেলেই তৃণমূলে বিরাট ভাঙন! হিরণ জল্পনার মধ্য়েই বড় দাবি মিঠুনের

দিল্লির সিগন্য়াল পেলেই তৃণমূলে বিরাট ভাঙন! হিরণ জল্পনার মধ্য়েই বড় দাবি মিঠুনের

কলকাতা: গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের ছবি সামনে এসেছিল৷ একা হিরণ নয়, আগামী মাসেই বিজেপি-র বেশ কয়েকজন বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন বলে শাসক শিবির সূত্রে দাবি করা হচ্ছে৷

এই পরিস্থিতিতে ফের একবার পাল্টা শাসক শিবিরে ভাঙন ধরানোর হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী৷ বিজেপি-র জাতীয় কার্যকরী কমিটির সদস্য মিঠুনের হুঁশিয়ারি, শুধু বিধায়করা নন, এই তালিকায় রয়েছেন বেশ কয়েকজন তৃণমূল সাংসদও৷

নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারেই এমন দাবি করেছেন মিঠুন৷ তাঁর আরও দাবি, দিল্লির নেতৃত্ব সবুজ সঙ্কেত দিলেই এই আগ্রহী নেতাদের বিজেপি-তে যোগদান করানো হবে৷

তবে এই প্রথম নয়, এর আগেও রাজ্যে ভোট প্রচারে এসে এই একই দাবি করেছিবেন মিঠুন চক্রবর্তী৷ এবার অবশ্য তাঁর দাবি, তৃণমূলের একুশ জনেরও বেশি বিধায়ক-সাংসদ বিজেপি-র সঙ্গে যোগাযোগ রাখছেন৷

গত নভেম্বর মাসে রাজ্যে এসে বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী সবাইকে চমকে দিয়ে বলেছিলেন,’শাসকদলের ২১ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন।’

এ দিন আরও একধাপ এগিয়ে মিঠুন দাবি করেছেন, ‘২১ নয়, সংখ্যাটা অনেক বেড়েছে। সাংসদ এবং বিধায়ক- সবাই যোগাযোগ রাখছেন।’

যেখানে তৃণমূল থেকে আসা অধিকাংশ বড় নামই ফের বিজেপি ছেড়ে শাসক দলে ফিরে যাচ্ছেন, সেখানে মিঠুনের এই দাবি ঘিরে রাজনৈতিক মহলেও শোরগোল পড়ে গিয়েছে। মিঠুনের এই দাবি নিয়ে রাজ্য় বিজেপি-র অন্য়ান্য় নেতারাও মুখে কুলুপ এঁটেছেন।

মিঠুন অবশ্য় দাবি করেছেন, ‘তৃণমূলের সবাই দুর্নীতিগ্রস্ত নয়, কারা দুর্নীতিগ্রস্ত নয়, চোখ এদিক-ওদিক ঘোরালেই বুঝতে পারবেন। বাংলার পরিস্থিতি উদ্বেগজনক। বিজেপি সংখ্যালঘুদের বিরোধী নয়, সংখ্যালঘুদের ভুল বোঝানো হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের যদি কেউ উন্নয়ন ঘটাতে পারে, তাহলে বিজেপিই পারবে।’ যদিও তৃণমূলের কোন নেতারা বিজেপি-র সঙ্গে যোগাযোগ রাখছেন, তা নিয়ে ধোঁয়াশাই রেখে দিয়েছেন মিঠুন।

(Feed Source: news18.com)