৫২ বছর আগে এক কাপ কফি আর একটা ধোসার দাম কত ছিল? দেখুন পুরনো বিল

৫২ বছর আগে এক কাপ কফি আর একটা ধোসার দাম কত ছিল? দেখুন পুরনো বিল

#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই ভাইরাল হয়। আজকাল অনেক পুরনো দিনের জিনিসের ছবি ভাইরাল হয়। ৩০-৪০ বছর আগে সোনার দাম থেকে গাড়ির দামের বিল ভাইরাল হয়েছে। এবার আরও একটি বিল ভাইরাল হল।

বিভিন্ন জিনিসের দাম আজকের তুলনায় বহুগুণ কম ছিল সেই সময়। আর সেই দাম মানুষকে অবাক করে দেয়। সম্প্রতি বাইক ও সাইকেলের অনেক পুরনো বিল দেখা গিয়েছিল। তার আগে বিদ্যুতের বিল থেকে শুরু করে খাবারের বিল পর্যন্ত ভাইরাল হয়েছে।

অনেকেই নিজের কাছে রাখা পুরনো রসিদের ফটো পোস্ট করেন। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি ভাইরাল হয়। এবার মশালা ধোসার একটি অনেক পুরনো বিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

ইন্টারনেটে ভাইরাল হওয়া ধোসার বিল ২৮ জুন ১৯৭১ সালের। এই বিলে মসালা ধোসা ও কফির দাম লেখা রয়েছে। এই বিলটি দেখলে আপনি অনুমান করতে পারবেন না যে এক সময় মসালা ধোসা কত সস্তা ছিল! কারণ বিলে মসালা ধোসার দাম লেখা মাত্র এক টাকা।

অন্যদিকে কফির দামও এক টাকা। অর্থাৎ ধোসা ও কফির দাম মিলিয়ে মো ২ টাকা। সেই বিলে ৬ পয়সা সার্ভিস ট্যাক্স এবং ১০ পয়সা সার্ভিস চার্জ নেওয়া হয়েছিল।

ধোসা এবং কফির ওই বিলটি টুইটারে @indianhistory00 নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। অনেকেই এতে বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন। অনেকেই বলেছেন, মুদ্রাস্ফীতির এই সময়ে ২ টাকার আর কোনও মূল্য নেই। আর একটা সময় ২ টাকায় পেট ভর্তি খাবার পাওয়া যেত।

এর আগে রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০-এর বিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ১৯৮৬ সালের সেই বিলে বাইকের দাম দেখে অনেকেই অবাক হয়েছেন। সেই সময় বাইকটির অন-রোড মূল্য ছিল মাত্র ১৮,৭০০ টাকা।

(Feed Source: news18.com)