লস এঞ্জেলসের শ্যুটিংয়ের পরেই আত্মঘাতী অভিযুক্ত বাহাত্তরের বৃদ্ধ

লস এঞ্জেলসের শ্যুটিংয়ের পরেই আত্মঘাতী অভিযুক্ত বাহাত্তরের বৃদ্ধ

লস এঞ্জেলস: রবিবার সকালেও থমথমে লস অ্যাঞ্জেলস। শনিবার রাতে মাস শ্যুটিংয়ে ইতিমধ্যেই ১০ জনের মৃত্যু হয়েছে। আহতের ঝুঁজছে হাসপাতালে। অন্যদিকে, ঘটনার পর পরই আত্মঘাতী হয়েছেন হামলার মূল অভিযুক্ত হু ক্যান ট্রান।

গত শনিবার লস এঞ্জেলসের মন্টেরে পার্কে চৈনিক লুনার নতুন বছরের উদযাপন অনুষ্ঠান চলছিল। কমপক্ষে ১০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন সেখানে। রাত ১০টার পরে হঠাৎ সেখানে গিয়েই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন এক ব্যক্তি। ঘটনাস্থলেই কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১২ জন।

ঘটনার খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই এলাকায় পৌঁছয় পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। শুরু হয় আহতদের উদ্ধারকাজ। আততায়ীর খোঁজে শুরু হয় তল্লাশি। স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রের খবর, তাঁরা একটি ভ্যানের মধ্যে আততায়ীকে দেখতে পান। গোটা ভ্যানই ঘিরে ফেলেন পুলিশকর্মীরা। এর মধ্যেই ভ্যানের ভিতর থেকে গুলির আওয়াজ ভেসে আসে।

পুলিশ ঘিরে ফেলার পরে ভ্যানের মধ্যেই নিজেকে গুলি করে আত্মঘাতী হয় মাস শ্যুটিংয়ে অভিযুক্ত বছর বাহাত্তরের হু ক্যান ট্রান। কী কারণে এতগুলো মানুষকে গুলি করে মারার সিদ্ধান্ত নিয়েছিল হু, সেই রহস্যের উত্তর পাওয়ার আশা তাঁর সঙ্গেই শেষ হয়ে গেছে। গত বছরের মে মাসে টেক্সাসের স্কুলে গুলি চালনার ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছিল।

লস এঞ্জেলসে গুলিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার সমস্ত সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

(Feed Source: news18.com)