শীতের কামড়ে গাঁটে গাঁটে ব্যথা জমে ভয়ঙ্কর অবস্থা, এই তেল মালিশে দারুণ আরাম মিলবে

শীতের কামড়ে গাঁটে গাঁটে ব্যথা জমে ভয়ঙ্কর অবস্থা, এই তেল মালিশে দারুণ আরাম মিলবে

আজকাল জয়েন্টে ব্যথা এবং ফোলা খুব সাধারণ সমস্যা। ভুল খাদ্যাভ্যাস, অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং শৃঙ্খলার অভাব এর প্রধান কারণ। শুধু বয়স্করাই নন, তরুণরাও এই রোগে আক্রান্ত হচ্ছেন ব্যাপক হারে।

 গাঁটে ব্যথা বাড়লে হাত বা পা নাড়াতেও কষ্ট হয়। ওষুধ খেলে ব্যথা নিয়ন্ত্রণে থাকে। কিন্তু বন্ধ করলেই আবার সমস্যা শুরু হয়। অনেক সময় ব্যথায় এত কষ্ট হয়, পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। এই সময় আরাম দিতে পারে তেল। এখানে সে রকমই কয়েকটি তেলের হদিশ দেওয়া হল। যেগুলো ব্যথার মুখে আরাম দেয় নিমেষে।

জলপাই তেল

 এই তেল দিয়ে হাড়ে মালিশ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। পাশাপাশি পেশির ক্র্যাম্প, ব্যথা, টান-ও দূর হয়। জলপাই তেল ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও সাহায্য করে।

ক্যাস্টর অয়েল

ক্যাস্টর অয়েল দিয়ে  মালিশ করলে ব্যথা কমে। ফোলা ভাব দূর হয়। গাঁটে বা ব্যথার জায়গায় এই তেল ধীরে ধীরে মালিশ করতে হয়। কয়েক ঘণ্টার মধ্যেই ফল মেলে হাতেনাতে।

বাদাম তেল

গাঁটের ব্যথা তো দূর করেই, বাদাম তেল হাড়কেও মজবুত রাখে। এই তেলে রয়েছে ভিটামিন ই। যা ত্বককে অতি বেগনি রশ্মি থেকে সুরক্ষা দেয়।

নারকেল তেল চুলের জন্য নারকেল তেল যে মহৌষধ, সে কথা তো সকলেই জানেন। কিন্তু অনেকেই জানেন না, হাঁটুর ব্যথা নিরাময়ের জন্যও নারকেল তেল অত্যন্ত উপকারী। এতে অ্যান্টিইনফ্লেমেটারি এবং অ্যানালজেসিক বৈশিষ্ট্যের পাশাপাশি উচ্চ মাত্রায় লরিক অ্যাসিড রয়েছে। এটাই হাঁটুর ব্যথা কমাতে সাহায্য করে।

তিলের তেল

তিলের তেলে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, কপার, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিনের মতো পুষ্টি উপাদান রয়েছে। এই তেল মাসাজ করলে হাড় মজবুত হয়। তিলের তেলের নিয়মিত ব্যবহার ত্বককে আর্দ্র রাখতেও সাহায্য করে।

মাছের তেল

 হাড় ও গাঁটের ব্যথা দূর করতে মাছের তেল সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই তেল ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। এতে শুধু হাড় মজবুত হয় তাই নয়, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।

সরষের তেল

হাড় মজবুত করার পাশাপাশি সরষের তেল শরীরের প্রদাহ ও গাঁটের ব্যথা কমাতেও সাহায্য করে। আধ বাটি তেল গরম করে তাতে দিতে হবে দু’কোয়া রসুন। এরপর তেল ঠান্ডা হলে হাত-পা মাসাজ করতে হবে। গাঁটের ব্যথা নিরাময়ে সরষের তেল অব্যর্থ।

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

(Feed Source: news18.com)