বজবজে জুটমিলের গুদামে ভয়াবহ আগুন

বজবজে জুটমিলের গুদামে ভয়াবহ আগুন

বজবজ: বজবজে (Budge Budge) জুটমিলের গুদামে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। বিকেল ৪.৩০-এ জুটমিলের গুদামে আগুন (Fire) লাগে। এখনও দাউদাউ করে জ্বলছে আগুন। শর্টসার্কিট থেকে আগুন, প্রাথমিক অনুমান দমকল।

বজবজের জুটমিলে আগুন:  সপ্তাহের প্রথম দিন ফের অগ্নিকাণ্ডের ঘটনা। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা।এদিন হঠাৎই আগুনের লেলিহান শিখা দেখা যায়। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা। বজবজের ওই জুটমিলেই রয়েছে গুদাম। আশেপাশে জলাশয় না থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকে। প্রাথমিক দমকলের অনুমান, শর্টসার্কিট থেকে লেগেছে আগুন। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

দিনকয়েক আগে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) মেচেদা (Mecheda News) স্টেশনের কাছে ঝুপড়িতে ভয়াবহ আগুন (Mecheda Fire) ঝলসে মৃত্যু হল বাবা ও মেয়ের। কমপক্ষে ১৫টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে (Fire in Slums)। ভোরবেলা একটি ঝুপড়িতে রান্না চলছিল। সেখান থেকেই আগন ছড়ায় বলে দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে রয়েছে দমকলের দু’টি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। মেচদা স্টেশন এবং রেললাইন সংলগ্ন এলাকায় একাধিক ঝুপড়ি রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে। একটি ঝুপড়িতে রান্না হচ্ছিল। সেখান থেকেই আগুন ছড়ায়। একের পর এক ঝুপড়ি আগুনের গ্রাসে চলে যায়। তার মধ্যেই একটিতে ছিলেন ওই বাবা ও মেয়ে।

স্থানীয়রা জানান, এ দিন ভোরে একটি ঝুপড়িতে রান্নাবান্নার কাজ শুরু করেন সেখানকার এক বাসিন্দা। খড়ের জাল দিয়ে উনুনে রান্না করছিলেন তিনি। রান্নার মাঝে একবার বাইরে বেরোন। তখনই বাইরে থেকে দেখতে পান যে, ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিন্তু ঘিঞ্জি এলাকায় ঝুপড়িগুলি মূলত দরমার বেড়া দিয়ে তৈরি। তাই আগুন ছড়াতে দেরি তো হয়ইনি, বরং দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে আগুন।

(Feed Source: abplive.com)