আবারও সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে ফের অস্বস্তিতে ফেললেন দিগ্বিজয় সিং

আবারও সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে ফের অস্বস্তিতে ফেললেন দিগ্বিজয় সিং

#নয়াদিল্লি :  আবারও সংবাদ শিরোনামে সার্জিক্যাল স্ট্রাইক। উরি হামলার পর মোদি সরকারের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে জাতীয় রাজনীতিতে ঝড় তুলে দিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। একইসঙ্গে তাঁর দাবি, সংসদে এখনও সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কোনও বিবৃতি দেয়নি কেন্দ্রীয় সরকার।

প্রায় শেষের পথে কংগ্রেস তথা রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা। শেষ লগ্নে যাত্রায় যোগ দিতে জম্মু ও কাশ্মীর গিয়েছেন দিগ্বিজয় সিং। পুলওয়ামা হামলার পর জঙ্গিদের সঙ্গে ধরা হয়েছিল সেখানকার পুলিশ আধিকারিক দেবেন্দ্র সিংকে। বর্তমানে তিনি কোথায় এবং কেন তাঁকে ছেড়ে দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

পুলওয়ামা হামলায় শহিদ হয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান। ৩ কুইন্টাল আরডিএক্স বিস্ফোরণ ঘটানো হয়েছিল পুলওয়ামায়। দিগ্বিজয় সিং বলেছেন, কোথা থেকে এই বিপুল পরিমাণে বিস্ফোরক আনা হল, সে প্রশ্নের আজও কোনও জবাব পাওয়া যায়নি।

(Feed Source: news18.com)