রঞ্জি ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছে বাংলা। খেতাব জয়ের স্বপ্ন দেখাচ্ছেন মনোজ তিওয়ারি, অভিমন্যু ঈশ্বরণরা। যদিও বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা মনে করেন, খেতাব জয়ের রাস্তা থেকে এখনও অনেক দূরে। ১৯৮৯-৯০ সালের পর আর রঞ্জি ট্রফি জেতেনি বাংলা। কখনও রানার্স বা কখনও সেমিফাইনালিস্ট হয়েই থামতে হয়েছে বাংলাকে। তাই ছন্দে থাকা টিম বেঙ্গল এখনই খেতাব জয়ের স্বপ্ন দেখতে নারাজ। বরং ম্যাচ প্রতি ম্যাচ ভাবনা রেখেই এগোতে চান মনোজ, অনুষ্টুপরা। গ্রুপ পর্বে দুর্দান্ত খেলছে বাংলা। ৬ ম্যাচের মধ্যে ৪টে-তে জয়। ৩২ পয়েন্ট নিয়ে একেবারে শীর্ষে টিম বেঙ্গল। তবে ওড়িশার বিরুদ্ধে নামার আগে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ অভিমন্যুরা।
খেতাব জয়ের স্বপ্ন বাংলার
রঞ্জি ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছে বাংলা। খেতাব জয়ের স্বপ্ন দেখাচ্ছেন মনোজ তিওয়ারি, অভিমন্যু ঈশ্বরণরা। যদিও বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা মনে করেন, খেতাব জয়ের রাস্তা থেকে এখনও অনেক দূরে। ১৯৮৯-৯০ সালের পর আর রঞ্জি ট্রফি জেতেনি বাংলা। কখনও রানার্স বা কখনও সেমিফাইনালিস্ট হয়েই থামতে হয়েছে বাংলাকে। তাই ছন্দে থাকা টিম বেঙ্গল এখনই খেতাব জয়ের স্বপ্ন দেখতে নারাজ। বরং ম্যাচ প্রতি ম্যাচ ভাবনা রেখেই এগোতে চান মনোজ, অনুষ্টুপরা। গ্রুপ পর্বে দুর্দান্ত খেলছে বাংলা। ৬ ম্যাচের মধ্যে ৪টে-তে জয়। ৩২ পয়েন্ট নিয়ে একেবারে শীর্ষে টিম বেঙ্গল। তবে ওড়িশার বিরুদ্ধে নামার আগে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ অভিমন্যুরা।
টিম কম্বিনেশন ঝালিয়ে নিতে চায় বাংলা
এক ম্যাচ বাকি থাকতেই নক আউট নিশ্চিত হয়ে গেলেও, ওড়িশার বিরুদ্ধে পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হাঁটতে নারাজ বাংলা টিম ম্যানেজমেন্ট। বরং কোয়ার্টার ফাইনালের আগে টিম কম্বিনেশনকে আরও একবার ঝালিয়ে নিতে চায় থিঙ্ক ট্যাঙ্ক। দলে খুব বেশি পরিবর্তন করতে চায় না বঙ্গশিবির।
(Feed Source: hindustantimes.com)