কিউয়িদের হোয়াইটওয়াশ, ক্রমতালিকায় শীর্ষে রোহিতরা, আজকের খেলার সেরা খবরগুলো এক নজরে

কিউয়িদের হোয়াইটওয়াশ, ক্রমতালিকায় শীর্ষে রোহিতরা, আজকের খেলার সেরা খবরগুলো এক নজরে

খেলার সেরা খবরগুলো এক ঝলকে –

বাংলা বনাম ওড়িশা

ম্যাচের আগেই পিচ বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছিল। ওড়িশার বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম দিনে মাত্র ৩৫ ওভারই খেলা সম্ভব হল। গ্রুপ এ-র ম্যাচে এদিন ওড়িশা প্রথমে ব্য়াটিং করতে নেমে ৩৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৬ রান বোর্ডে তুলে নেয়। ওড়িশার ওপেনার শান্তনু মিশ্রা ৪১ রান করেন। আরেক ওপেনার অনুরাগ সারাঙ্গি ১৫ রান করেন। সন্দীপ পট্টনায়েক ৩০ রান করেন। বাংলার পেসারদের মধ্যে আকাশ দীপ ও মুকেশ কুমার ১টি করে উইকেট নেন।

ক্রমতালিকায় শীর্ষে ভারত

নিউজিল্য়ান্ডকে ওয়ান ডে সিরিজে হারিয়ে ক্রমতালিকায় শীর্ষে উঠে এল ভারতীয় দল। টম ল্যাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড শিবিরকে ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে রোহিতের দল। আর এই জয়ের সঙ্গে সঙ্গেই ৫০১০ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষে রয়েছে রোহিতের দল। ৩৪০০ পয়েন্ট ঝুলিতে পুরে ১১৩ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড।

সেমিতে সানিয়া-রোহন

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের শেষ চারে পৌঁছে গেলেন সানিয়া মির্জা-রোহন বোপান্না জুটি। শেষ আটের লড়াইয়ে মঙ্গলবার তাঁরা ওয়াক ওভার পেয়ে যান জেলেনা ওস্তাপেঙ্কা ও ডেভিড হার্নান্ডেজ জুটির কাছে। তবে সেমিতে সানিয়াদের প্রতিপক্ষ কারা হবেন তা এখনও ঠিক হয়নি। উল্লেখ্য, সোমবার উরুগুয়ে-জাপানি জুটি এরিয়েল বেহের ও মাকাতো নিনোমিয়ার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ৬-৪, ৭-৬ (১১-৯) স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছিলেন সানিয়া-বোপান্না।

সেরা একাদশে সিরাজ, শ্রেয়স

আইসিসি বর্ষসেরা ওয়ান ডে (ICC Mens Odi Team 2022) একাদশে সুযোগ পেলেন ভারতের ২ তরুণ ক্রিকেটার শ্রেয়স আইয়ার ও মহম্মদ সিরাজ। গত ক্যালেন্ডার বর্ষে ওয়ান ডে ফর্ম্যাটে যে যে প্লেয়াররা তাঁদের সেরা পারফরম্যান্স দিয়েছেন ব্যাটিং ও বোলিংয়ে, তাঁদের মধ্যে সেরা একাদশ বেছেছে আইসিসি। সেই তালিকাতেই রয়েছেন শ্রেয়স (Shryeah Iyer) ও সিরাজ। তালিকায় অধিনায়ক বাছা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে (Babar Azam)। গত বছর ওয়ান ডে ফর্ম্যাটে ৮৪.৮৭ গড়ে পাক অধিনায়ক মোট ৬৭৯ রান করেছেন। তালিকায় বাকিরা হলেন, ট্রাভিস হেড, শাই হোপ, টম ল্যাথাম, সিকান্দার রাজা, মেহদি হাসান মিরাজ, ট্রেন্ট বোল্ট।

বাবরকে ছুঁলেন গিল

৩ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচের দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে সর্বোচ্চ ৩৬০ রান করার রেকর্ড করলেন শুবমন। এতদিন যে নজির ছিল একমাত্র পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজমের (Babar Azam) দখলে। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে তিন ম্যাচে ওডিআই সিরিজে যে নজির গড়েছিলেন বাবর।

(Feed Source: abplive.com)