অস্কারে বাঙালির ছবি, শৌনক বলছেন, ‘রাত দু’টোয় খবর এল, ঘুম উড়ে গেল সঙ্গে সঙ্গে

অস্কারে বাঙালির ছবি, শৌনক বলছেন, ‘রাত দু’টোয় খবর এল, ঘুম উড়ে গেল সঙ্গে সঙ্গে

কলকাতা: বাঙালি শৌনক সেনের ছবি ‘অল দ্যাট ব্রিদস’ মনোনীত হয়েছে অস্কারের তথ্যচিত্র বিভাগে৷ একাধিক ভারতীয়ের ছবি এ বছর একাধিক বিভাগে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে৷ তার মধ্যেই রয়েছে বহু প্রশংসিত ছবি ‘অল দ্যাট ব্রিদস’৷ আর তাই নিয়েই প্রাথমিক বাছাইয়ের সময় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিউজ১৮-কে প্রতিক্রিয়া জানিয়েছিলেন শৌনক সেন৷

আহত পাখিদের উদ্ধার করে তাঁদের চিকিৎসা করেন একই পরিবারের দুই সদস্য ও তৃতীয় এক যুবক৷ তাঁদের এই পক্ষী উদ্ধারের জীবন যাপন নিয়েই তৈরি হয়েছে এই ছবিটি৷ ইতিমধ্যে আন্তর্জাতিক মানচিত্রে ছবিটি উচ্চপ্রশংসা পেয়েছে৷ সেই ছবিই অস্কারের ডকুমেন্টারি ফিচার বিভাগে এ বার মনোনয়ন পেয়েছে৷ এর আগে উচ্চমার্গীয় সানডান্স ফিল্ম ফেস্টিভাল, কান ফিল্ম ফেস্টিভালেও উচ্চ-প্রশংসিত এই ছবিটি৷

Historic Day: 3 Nominations for India at Oscars 2023

Read @ANI Story | https://t.co/FivMeEjJEy#RRRForOscars #NaatuNaatu #AllThatBreathes #TheElephantWhisperers #Oscars2023 #OscarsNominations2023 pic.twitter.com/huA8HEAux6

— ANI Digital (@ani_digital) January 24, 2023

(Feed Source: news18.com)