যেখানে শুরু সেখানেই শেষ, বিদায় বেলায় রড লেভার এরিনা ভিজল সানিয়ার চোখের জলে

যেখানে শুরু সেখানেই শেষ, বিদায় বেলায় রড লেভার এরিনা ভিজল সানিয়ার চোখের জলে

মেলবোর্ন: ২০০৫ সালে অস্ট্রেলিয়ান ওপেনে মেলবোর্নে রড লেভাপ এরিনা থেকে নিজের যাত্রা শুরু করেছিলেন সানিয়া মির্জা। তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে ১৮টি বসন্ত। সেদিনের তরুণীর বয়স এখন ৩৬। তবে এই সময়কালে ভারতীয় টেনিসের ‘কুইন’ তকমাটা নিজের নামে করে নিয়েছেন সানিয়া। সেই মেলবোর্নেই টেনিস জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যামের শেষ ম্যাচটা খেলে ফেললেন সানিয়া। বিদায় বেলায় চোখের বাঁধ মানল না ভারতীয় টেনিস সুন্দরীর।

অস্ট্রেলিয়ান ওপেনেরে মিক্সড ডাবলসের ফাইনালে ব্রাজিলীয় জুটির কাছে হারতে হয়েছে সানিয়া মির্জা ও রোহন বোপান্না জুটিকে। খেলার ফল ৬-৭ (২-৭), ২-৬। কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হলেও প্রাপ্তির ভাঁড়ার কিন্তু কম নয় সানিয়া মির্জার। ৪ বছরের ছেলের সামনে গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল ও কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলার অভিজ্ঞতাই আলাদা ‘মা’ সানিয়ার কাছে। গোটা ম্যাচ জুড়ে ৪ বছরের ইজহান মির্জা মালিক সমর্থন করে গেলেন তার মাকে। আর নিজের বয়স ৩৬ ও পার্টনারের ৪২। এই বয়সে গ্র্যান্ড স্ল্যাম রানার্স হওয়াটাও মুখের কথা নয়।

(Feed Source: news18.com)