বিপুল বরাদ্দ! বাজেটে আবাস যোজনা নিয়ে বড় ঘোষণার পথে নির্মলা

বিপুল বরাদ্দ! বাজেটে আবাস যোজনা নিয়ে বড় ঘোষণার পথে নির্মলা

নয়া দিল্লি: বাজেট পেশ হতে বাকি হাতে গোনা আর কয়েক দিন। কোন জিনিসের দাম বাড়বে, কোথায় মিলবে ছাড়- পাড়ার মোড় থেকে চায়ের ঠেক, এই নিয়েই যত আলোচনা। সব শ্রেণীর মানুষেরই বিপুল প্রত্যাশা। শোনা যাচ্ছে, বাজেটে সরকার আবাসন প্রকল্প নিয়ে বড় ঘোষণা করতে পারে। শহর ও গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনাতেও বরাদ্দ বাড়াতে পারে সরকার।

প্রকল্পের সঙ্গে আধিকারিকদের মতে, সরকার উভয় আবাসন প্রকল্পেই বরাদ্দ বাড়াতে পারে। সিএনবিসি-আওয়াজ সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মধ্যে গ্রামীণ অঞ্চলে প্রায় ২৪ লাখ বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নিতে চলেছে সরকার। এর জন্য বাজেটে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হতে পারে। এই খাতে গত বছরের বাজেটে সরকার ৪৮ হাজা কোটি টাকা বরাদ্দ করেছিল।

প্রধানমন্ত্রী আবাস যোজনা কী

২০১৫ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প চালু করে ভারত সরকার। এই স্কিমের লক্ষ্য হল, স্বল্প খরচে প্রত্যেক দরিদ্রের মাথায় ছাদ দেওয়া। কেন্দ্রীয় সরকারের দাবি, ২০২৪ সালের মধ্যে দেশের সমস্ত দরিদ্রকে পাকা বাড়ি করে দেওয়া হবে। তাই এবারের বাজেটে এই খাতে বরাদ্দ বৃদ্ধির অনেক সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তার আগে এটাই কেন্দ্রের মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই সরকার গ্রামীণ ভোটারদের মন জয়ে আকর্ষণীয় কিছু দেওয়ার চেষ্টা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভোটের আগে সরকার তাই আবাস যোজনাকে হাতিয়ার করতে পারে।

১লা ফেব্রুয়ারি হবে বাজেট পেশ। এই অধিবেশন ২ দফায় ৬ এপ্রিল পর্যন্ত চলবে। ৩১ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম দফা। তারপর এক মাসের বিরতি। দ্বিতীয় দফার বাজেট অধিবেশন শুরু হবে ১২ মার্চ থেকে। চলবে ৬ এপ্রিল পর্যন্ত।

(Feed Source: news18.com)