‘মায়ার জঞ্জাল’ ছবির পোস্টার প্রকাশ্যে, দুই বাংলার অভিনেতাদের নিয়ে ফ্রেমে ‘ফড়িং’-র পরিচালক

‘মায়ার জঞ্জাল’ ছবির পোস্টার প্রকাশ্যে, দুই বাংলার অভিনেতাদের নিয়ে ফ্রেমে ‘ফড়িং’-র পরিচালক

কলকাতা: ইন্দ্রনীল রায়চৌধুরীর (Indranil RoyChowdhury) ‘মায়ার জঞ্জাল’ (Mayar Jonjal) ছবির অফিশিয়াল পোস্টার এল প্রকাশ্যে। কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় ‘বিষাক্ত প্রেম’ এবং ‘সুবালা’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

পরিচালকের ‘মায়ার জঞ্জাল’ দেখার অপেক্ষায় ভক্তরা, কবে মুক্তি ? কী বলছেন ইন্দ্রনীল ?

বছরটা ২০১৩, ইন্দ্রনীল রায়চৌধুরীর হাত ধরে ফ্রেমে এল ‘ফড়িং’। একেবারে অন্য এক ছোটবেলা তুলেছিলেন পরিচালক সেবছর। শৈশবের দিগন্ত ছোঁওয়া আকাশ থেকে বড় হয়ে ওঠার মাঝে বয়ঃসন্ধিকালের ছটফটানি, সবই ছিল বাংলা ছবি ‘ফড়িং’এ। সঙ্গে উপরি পাওনা রবি ঠাকুরের ‘আজ যেমন করে’ গানটা অ্যাকোয়াস্টিকের আঙিনায়। এরপরে দ্রুত বছর গড়াল পরিচালকের। সাল ২০১৭। ইন্দ্রনীল নিয়ে এলেন ‘ভালবাসার শহর’। বুক এফোঁড় ওফোঁড় করে দেওয়া যন্ত্রসঙ্গীতের সঙ্গে ভাটিয়ালি গানে ফ্রেমে ধরা দিলেন জয়া এহসান। তারপরে কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। আর এবার তেইশে পরিচালকের আরও একটি সৃষ্টি ‘মায়ার জজ্ঞাল’ দেখার অপেক্ষায় ভক্তরা। ছবির ক্লিপিংসে দেখা গিয়েছে বিধ্বস্ত ক্লান্ত হয়ে কলিংবেল টিপছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। পরিচালক নিজেই জানিয়েছেন, খুব শীঘ্রই ‘মায়ার জঞ্জাল’ ছবিটি মুক্তি পেতে চলেছে ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। বলাইবাহুল্য এছবিতেও মায়াবী হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ও গান।

সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়াতে লোকের বাড়িতে কাজ মায়ের

‘মায়ার জঞ্জাল’ ছবিতে কলকাতায় সোমা নামের বিবাহিত মহিলার চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী অপি করিম। যার স্বামী এবং সন্তানকে নিয়েই পৃথিবী। সোমার স্বামী চাঁদু একজন গরীব শ্রমিক। তাতে কী হয়েছে, স্বপ্ন যে তার বহুদূর। সন্তানকে ইংরেজি মাধ্যমের স্কুলে ভর্তি করাতে সোমা একটি বাড়িতে কাজ করেন। কিন্তু চাঁদু নিজের বউকে লোকের বাড়ির কাজ থেকে বের করে নিয়ে আসতে চায়। আর এই ছবির মোক্ষম সন্ধিক্ষণে চাঁদুর সঙ্গে দেখা হয় একজন চোরের। আর এখান থেকেই মানিক বন্দ্যোপাধ্যায় ‘বিষাক্ত প্রেম’ এবং ‘সুবালা’ গল্পের সঙ্গমস্থল। চাঁদুর চরিত্র এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী।  এই ছবিতে অন্যান্য ছবিতে অভিনয় করেছেন, চান্দ্রেয়ী ঘোষ, পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহেল মন্ডল, শাওলী চট্টোপাধ্যায়, কমলিকা বন্দ্যোপাধ্যায়।

(Feed Source: abplive.com)