কলকাতা: ক্রমশ আরও জটিল হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলার গতিপথ। একের পর এক রাজ্যের মন্ত্রী-আমলাদের পরে এবার উঠে আসছে এক অভিনেতার নাম। আজ মামলার শুনানিতে সরাসরি এই অভিনেতার পরিচয় প্রকাশ করে হলফনামা পেশ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এই দিন শুনানি চলাকালীন বিচারপতির প্রশ্ন ছিল, “আমি একটি সংবাদ সূত্রে জেনেছি এক অভিনেতা দুটি ফ্ল্যাটকে ভেঙে একটা বড় ফ্ল্যাট পেয়েছেন। জানতে চাই কে তিনি?’ এরপরেই এই মামলায় ওই অভিনেতার পরিচয় জানিয়ে হলফনামা পেশ করার নির্দেশ দেন তিনি ইডি-কে। “এই অভিনেতাকে দেখতে চাই। তার সিনেমাও দেখতে চাই।” এমনই মন্তব্য করেন বিচারপতি।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত যুব তৃণমূলনেতা কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে হালের ২০২২ -এর ডিসেম্বরে হওয়া টেট-এর ওএমআর শিট। মিলেছে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ডের ফোটোকপিও। এদিন তা নিয়েই তীব্র প্রতিক্রিয়া জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
অন্যদিকে আজ সোমবার শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্য়ায় ক্ষোভ প্রকাশ করেন কুন্তল ঘোষের বাড়িতে প্রাপ্ত ওএমআর শিট নিয়ে। তিনি বলেন, “কুন্তল ঘোষের বাড়িতে টেটের OMR শিট, অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে! কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে? কী হচ্ছে এটা?’
এরপরেই সরাসরি পর্ষদকে বিচারপতির প্রশ্ন, “কারা বসে রয়েছে পর্ষদে? কী করে হয় দুর্নীতি? কাউকে রেয়াত করা হবে না। অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দুর্নীতি ঢাকার চেষ্টা কখনওই বরদাস্ত করা হবে না।”
যদিও, প্রাথমিক শিক্ষা পর্ষদ এদিন আদালতে দাবি করে, “আমাদের তরফে কোনও খামতি নেই। আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।” আদালতে পর্ষদের আইনজীবী জানিয়েছেন, পর্ষদ পরীক্ষার্থীদের OMR শিটের একটা কপি দেয়। তার কারণ, যখন ফলাফল বেরোয় তখন যাতে প্রার্থীরা তাঁদের উত্তর যাচাই করে নিতে পারেন। কোনও প্রার্থী যদি এগুলি জেরক্স করে কাউকে দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে পর্ষদের কিছু করার থাকে না বলে আদালতে সওয়াল করেন পর্ষদের আইনজীবী।