কেন্দ্রীয় বাজেটে কোনও বরাদ্দ নেই! গোটা চা-বলয়ের আশায় জল, হতাশ চা-শ্রমিকরা

কেন্দ্রীয় বাজেটে কোনও বরাদ্দ নেই! গোটা চা-বলয়ের আশায় জল, হতাশ চা-শ্রমিকরা

আলিপুরদুয়ার: সরাসরিভাবে চা শিল্পের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় বাজেটের কোন বরাদ্দ নেই৷ উত্তরের চা নিয়ে কোনও ঘোষণা করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। হতাশ চা শ্রমিক থেকে শুরু করে চা বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, বাজেট দেখেই বোঝা যায় বাংলার কোনও উন্নয়ন নিয়ে ভাবছে না কেন্দ্র। পাশাপাশি পাহাড়ে জল, রাস্তা, বিদ্যুৎ, কর্মসংস্থানও প্রতিফলিত হল না বাজেটে। অথচ এই মূল্যবৃদ্ধির বাজারে বাংলার সরকার অন্তর্বর্তীকালীন মজুরি বৃদ্ধি করে চা-শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে।

গত বুধবার বাজেটের দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে ছিল গোটা চা-বলয়। কিন্তু এই বাজেট হতাশ করেছে চা-শ্রমিক মহল্লাকে। চা শ্রমিকদের সরল মন নিয়ে প্রতারণা করা হয়েছে বলে তাঁদের অভিযোগ। এর আগে একুশের বিধানসভা ভোটের আগে চা-শিল্পের জন্য হাজার কোটি টাকার বিশেষ তহবিল গড়ার ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু প্রায় দু’বছর পেরিয়ে গেলেও সেই তহবিল থেকে টাকা পাননি চা-শ্রমিকরা।

কেন্দ্রের তরফে বন্ধ চা-বাগান খুলে দেবার প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। যদিও রাজ্য সরকার একের পর এক বন্ধ বাগান খুলে দিয়ে শ্রমিকদের মুখে হাসি ফুটিয়েছে।

(Feed Source: news18.com)