তীর্থ সেরে ফেরার পথে ট্রেনের মধ্যে মৃত্যু, দীর্ঘক্ষণ দেহ পড়ে রইল স্টেশনে

তীর্থ সেরে ফেরার পথে ট্রেনের মধ্যে মৃত্যু, দীর্ঘক্ষণ দেহ পড়ে রইল স্টেশনে

বৃন্দাবন থেকে তীর্থ সেরে ফেরার পথে ঘটল বিপত্তি। ট্রেনের মধ্যে মৃত্যু হল এক যাত্রীর। শুধু তাই নয়, কলকাতায় ফেরার পরেও স্টেশনে দীর্ঘক্ষণ দেহ পড়ে থাকল ওই যাত্রীর দেহ। এমনকী পরিবারের সাহায্যের জন্য এগিয়ে আসেনি রেল। এই ঘটনায় রেলের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ উঠেছে। আগ্রা ক্যান্ট এক্সপ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেল।

রেল সূত্রে জানা গিয়েছে, মৃত তীর্থযাত্রীর নাম শিবশঙ্কর ঘোষ। তিনি বাগুইআটির ঘোষপাড়ার বাসিন্দা। রাজারহাট সরকারি বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মী ছিলেন শিবশঙ্কর। এর পাশাপাশি তিনি বাগুইআটি আশ্রমের শিষ্যও ছিলেন। জানা গিয়েছে, গত ২৫ জানুয়ারি তিনি বৃন্দাবনে তীর্থ যাত্রা করতে গিয়েছিলেন। তবে তাঁর ওজন এবং রক্তচাপের সমস্যা ছিল। তীর্থ যাত্রার জন্য শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়ে গিয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ট্রেনে করে ফেরার সময় শারীরিক অবস্থার আরও অবনতি হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। বর্ধমান স্টেশনে ঢোকার আগে ওই ব্যক্তির মৃত্যু হয়।

ট্রেনের মধ্যে দেহটি দীর্ঘক্ষণ পড়ে থাকার পাশাপাশি কলকাতা স্টেশনেও দেহটি দীর্ঘক্ষণ পড়ে থাকে। এ নিয়ে পরিবারের সদস্যরা রেলের কাছে সাহায্যের জন্য আবেদন জানালেও কোনও সাড়া মেলেনি। এমনকী স্টেশন মাস্টার দেহ পৌঁছে দেওয়ার কোনও উদ্যোগ নেয়নি। এ নিয়ে পরিবারের সদস্যরা বিক্ষোভ করেন। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

(Feed Source: hindustantimes.com)