‘আমি ২০ টাকার বিলই চাই…!’ প্যান্ট্রি বয়ের কাছে প্যাসেঞ্জার চাইলেন ‘জলের’ Bill, মুহূর্তে যা করে বসল ভেন্ডাররা, দরদর করে ছুটল ঘাম!
Indian Railways: এবার ফের ট্রেনের কামরার এমনই একটি দৃশ্য সম্প্রতি দাবানলের মতো ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। কী দেখা গিয়েছিল সেই ভিডিওতে? কী এমন দেখে রাগে জ্বলে উঠলেন সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা? ভারতীয় রেলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। দূরপাল্লার ভ্রমণে ট্রেনের মতো আরামদায়ক যাত্রা আর দুটি নেই। জানালা দিয়ে সুন্দর দৃশ্যের-মিছিল দেখতে দেখতে, একটার পর একটা নতুন অজানা স্টেশন পেরোতে পেরোতে কখন যেন আমরা পৌঁছে যাই গন্তব্যে। যাত্রী সাধারণের জন্য রেল যাত্রাকে আরামদায়ক ও স্বাচ্ছন্দের করে তুলতে ভারতীয় রেলের চেষ্টার শেষ…




