মিতালির পর এবার ঝুলন, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর ও বোলিং কোচ চাকদা এক্সপ্রেস

মিতালির পর এবার ঝুলন, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর ও বোলিং কোচ চাকদা এক্সপ্রেস

মুম্বই: চলতি বছরেই বসতে চলেছে প্রথমবারের জন্য মহিলাদের আইপিএলের (Womens IPL 2023) আসর। এবার মহিলাদের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যাবে ঝুলন গোস্বামীকে (Jhulan Goswami)। বাংলার প্রাক্তন তারকা মহিলা পেসারকে মুম্বই ইন্ডয়ান্স (Mumbai Indians) তাদের বোলিং কোচ ও মেন্টর হিসেবে নিয়োগ করেছে। কোচিং স্টাফদের নাম ঘোষণা করেছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। দলের প্রধান কোচ নির্বাচিত করা হয়েছে প্রাক্তন ইংরেজ ক্যাপ্টেন চার্লট এডওয়ার্ডসকে। প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার দেবিকা পালসিক্কার ব্যাটিং কোচ হয়েছেন।

নীতা আম্বানি বলছেন, ”ঝুলন, চার্লট প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শুধু মেয়েরা এখন খেলার মাঠেই এগিয়ে আসছে না, বরং কোচিং স্টাফ হিসেবেও তাঁরা কাজ করছেন। ভারতের মহিলা ক্রীড়ার জন্য খুব ভাল সময় চলছে।”

দিল্লি ফ্র্যাঞ্চাইজির তরফে বাংলার প্রাক্তন পেসার, কিংবদন্তি ঝুলন গোস্বামীকে (Jhulan Goswami) মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন ঝুলন। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা দলে বড় দায়িত্ব নিতে চলেছেন। আর এই খবর জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যিনি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট।

সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মহিলাদের আইপিএলে ঝুলন গোস্বামীকে দেখা যাবে মুম্বই দলের কোচের ভূমিকায়। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয়েছিল, ছেলেদের এবং মেয়েদের আইপিএলের আগে দিল্লি কীভাবে প্রস্তুতি নিচ্ছে। সৌরভ জানান, আগামী মাস থেকে শুরু হবে ছেলেদের আইপিএলের প্রস্তুতি। দিল্লির ক্যাম্প শুরু হয়ে যাবে। পাশাপাশি সৌরভ মহিলাদের আইপিএল নিয়ে বলেন, ঝুলনকে দিল্লির মেন্টর হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বঙ্গ পেসার দিল্লিতে যোগ দিচ্ছেন না। মুম্বই দলে যাচ্ছেন ঝুলন।

জানা গিয়েছে, দিল্লি ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে প্রাক্তন ক্রিকেটার ডব্লিউ ভি রামনকে ব্যাটিং কোচ আর ঝুলন গোস্বামীকে বোলিং কোচের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মুম্বইয়ের সঙ্গে যোগ দিচ্ছেন ঝুলন। যদিও এ বিষয়ে ঝুলন নিজে কোনও প্রতিক্রিয়া দেননি। মুম্বই দলে ঠিক কী ভূমিকায় দেখা যাবে তাঁকে, তা এখনই স্পষ্ট নয়।

ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের আইপিএলের মেগা নিলাম হওয়ার কথা দিল্লিতে। সেই নিলামে মুম্বইয়ের হয়ে থাকবেন ঝুলন। বোলিং কোচ, নাকি মেন্টর, কোন ভূমিকায় দেখা যাবে ঝুলনকে, তা এখনও স্পষ্ট নয়। তবে ঝুলনের ঘনিষ্ঠ মহলের খবর, মুম্বই দলে মেন্টরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েই যাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

(Feed Source: abplive.com)