Nawsad Siddiqui: ব্যবসায়ীর সঙ্গে নওশাদের লম্বা চ্যাট, চেন্নাইতে গেল কলকাতা পুলিশ

Nawsad Siddiqui: ব্যবসায়ীর সঙ্গে নওশাদের লম্বা চ্যাট, চেন্নাইতে গেল কলকাতা পুলিশ

ভাঙরের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। এবার সেই নওশাদের মোবাইলকে ঘিরে উঠছে নানা রহস্য। সেখানে এমন তথ্য পাওয়া গিয়েছে যা সন্দেহজনক। এমনটাই সূত্রের খবর। সরকারি আইনজীবী নওশাদের বিরুদ্ধে যুক্তি হাজির করেছেন যে ওই আইএসএফ বিধায়কের মোবাইলে প্রভাবশালী যোগের সন্ধান মিলেছে। আর সেই যোগ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য এবার চেন্নাই গিয়েছে পুলিশ। এমনটাও জানা গিয়েছে।

সূত্রের খবর, সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য মিলেছে তার মোবাইল থেকে। তা যাচাই করতেই কলকাতা পুলিশের তদন্তকারী টিমের চেন্নাই অভিযান। মূলত সেখানকার এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগের নানা তথ্য মিলেছে। সেই তথ্য় তালাশের জন্যই চেন্নাই যাত্রা। সেখানকার ওই ব্যবসায়ীর সঙ্গে বাংলার বিধায়কের কী ধরনের যোগ ছিল সেটা দেখা হবে।

পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের এক নেতা ও চেন্নাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ ছিল নওশাদের। তাদের মধ্যে বার্তার প্রমাণ পাওয়া গিয়েছে। উভয়ের মধ্যে বেশ লম্বা কথাবার্তা হয়েছিল তার প্রমাণ মিলেছে। এনিয়ে তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ। সেকারণেই চেন্নাইয়ের ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলে গোটা বিষয়টি সম্পর্কে ধারণা করতে চাইছে কলকাতা পুলিশের তদন্তকারী টিম। কেন তাদের মধ্য়ে কথাবার্তা, কেন তাদের মধ্যে আর্থিক লেনদেন হত সবটাই জানতে চাইছে কলকাতা পুলিশ। ওই ব্যবসায়ী আসলে মেদিনীপুরের বাসিন্দা। চেন্নাইতে তার সোনার ব্যবসা রয়েছে। তার সঙ্গেই আর্থিক লেনদেনের খতিয়ান সংগ্রহ করতে চাইছেন তদন্তকারীরা।

এদিকে সোনার ব্যবসায়ীর সঙ্গে ভাঙরের বিধায়কের কেন যোগাযোগ, কেন এনিয়ে তাদের মধ্যে লেনদেন সবটাই যেন রহস্যে মোড়া। সেকারণেই পুলিশ এনিয়ে তদন্তে গতি আনতে চাইছে। অন্যদিকে বর্তমানে ১৪ দিনের জেল হেফাজতে রয়েছে বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার ফোনের ফরেনসিক পরীক্ষার ব্যাপারেও বলা হয়েছে।

এদিকে সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে সুর চড়াতে শুরু করেছে তৃণমূল ও আইএসএফ দুপক্ষই। তৃণমূলের ফিরহাদ হাকিমের দাবি, বিধায়কের অ্য়াকাউন্টে কীভাবে কোটি কোটি টাকার লেনদেন হল তা দেখা দরকার।

অন্যদিকে নওশাদের পালটা দাবি, সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে তৃণমূলের ভোট ব্যাঙ্কে ধস নামতে শুরু করেছে। সেজন্যই জোর করে আটকে রাখতে চাইছে। এভাবেই তৃণমূলের বিরুদ্ধে দফায় দফায় সুর চড়াতে শুরু করেছে নওশাদ। সব মিলিয়ে নওশাদের গ্রেফতারিকে কেন্দ্র করে জমে উঠেছে ভাঙরের রাজনীতি।

(Feed Source: hindustantimes.com)