মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের জরুরি সাজেশন, তাড়াতাড়ি জানুন

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের জরুরি সাজেশন, তাড়াতাড়ি জানুন

শিলিগুড়ি: দোরগোড়ায় মাধ্যমিক পরীক্ষা। সকল ছাত্রছাত্রীর শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে এই পরীক্ষা নিয়ে। তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল নিয়ে শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপক রায়ের কিছু টিপস।

যে যে বিষয়গুলোর উপর নজর রাখবে:

১) মাধ্যমিক পরীক্ষায় ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর চারটি করতে হয়। প্রত্যেকটি প্রশ্নের মান ও। বর্জ্য ব্যবস্থাপনা এবং উপগ্রহ চিত্র এই দুটি অধ্যায় থেকে একটি করে প্রশ্নের উত্তর অবশ্যই করতে হবে। বাকি দুটি প্রশ্ন বাকি অধ্যায়গুলো থেকে আসবে। এক্ষেত্র বিগত কয়েক বছরের প্রশ্নগুলো ভালোভাবে দেখে নিবে। এই বছরের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিলাম এগুলো ভালোভাবে দেখবে।

*বার্থান ও সিফ বালিয়াড়ি মধ্যে পার্থক্য কর।

*ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন?

*বৈপরীত্য উত্তাপ ঘটে কেন ?

*সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পাৰ্থক্য লেখ।

*ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের পার্থক্য কর।

*মরুভূমি সম্প্রসারণ এর কারণ লেখ।

*ভারতীয় সিসির সমস্যা ও সমাধানগুলি আলোচনা কর।

*ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ উল্লেখ কৰ।

*ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের প্রভাব গুলি কী কী?

২) মাধ্যমিক পরীক্ষায় ৫ নম্বরের রচনাধর্মী প্রশ্নের উত্তর চারটি করতে হয়। দুটি প্রাকৃতিক ভূগোল থেকে দুটি আঞ্চলিক ভূগোল থেকে। প্রাকৃতিক অধ্যায় থেকে চারটি প্রশ্ন থাকবে যে কোন দুটি প্রশ্নের উত্তর করতে হবে। একইভাবে আঞ্চলিক অধ্যায় থেকে চারটি প্রশ্ন থাকবে যে কোনও দুটি প্রশ্নের উত্তর করতে হবে। রচনাধর্মী প্রশ্নের জন্য অধ্যায় ধরে প্রস্তুতি নিলে ভালো হবে। যেমন প্রাকৃতিক অধ্যায় গুলোর ক্ষেত্রে বহির্জাত প্রক্রিয়া থেকে একটি প্রশ্ন আসবেই এবং বায়ুমণ্ডল অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসবে এবং বারিমন্ডল থেকে একটি প্রশ্ন আসবে। যে কোনও দুটি অধ্যায়ের

রচনাধর্মী প্রশ্নের উত্তর ভালোভাবে প্রস্তুতি নিলে, ভাল ভাবে উত্তর করতে পারবে।

এই বছরের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হল-

*নদীর ক্ষয় কার্যের ফলে তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা কর। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের গঠিত ভূমিরূপ গুলি ব্যাখ্যা কর। চিত্রসহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা কর।

*চিত্রসহ জোয়ার-ভাটা সৃষ্টির কারণ গুলি ব্যাখ্যা কর।

*সমুদ্রস্রোত সৃষ্টির কারণ সম্পর্কে আলোচনা কর। আঞ্চলিক অধ্যায় গুলোর মধ্য থেকে কৃষি এবং শিল্প অধ্যায় দুটি ভালোভাবে পড়লে, রচনাধর্মী প্রশ্নের উত্তর করতে পারবে। এই বছরের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম এগুলো ভালোভাবে দেখবে।

*ভারতের কফি, চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।

*পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ আলোচনা কর।

*ভারতের জনসংখ্যা বন্টনের পাঁচটি কারণ ব্যাখ্যা কর।

৩) মাধ্যমিক পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং-এ ১০ নম্বর থাকবে। দশটি পয়েন্টিং করতে হবে, প্রত্যেকটির মান । বিগত ৬-৭ বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র গুলো সলভ করলে, ম্যাপ পয়েন্টিং কমন পেয়ে যাবে। ম্যাস পয়েন্টিং এ প্রশ্ন নম্বর দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পয়েন্টিং করবে।

৪) যেসব প্রশ্নের উত্তরে চিত্র দেওয়ার জায়গা রয়েছে সেখানে অবশ্যই চিত্র দিবে, চাইলেও দিবে না চাইলেও দিবে।। পার্থক্যের ক্ষেত্রও চিত্র দিলে ভালো হয়।

(Feed Source: news18.com)