পরকীয়ায় স্ত্রী,সন্দেহের বশে গুলি করেছিল স্বামী! বাগনানে অভিনেত্রী খুনের কিনারা

পরকীয়ায় স্ত্রী,সন্দেহের বশে গুলি করেছিল স্বামী! বাগনানে অভিনেত্রী খুনের কিনারা

সন্তু মল্লিক, বাগনান: প্রায় দেড় মাস আগে হাওড়ার বাগনানে জাতীয় সড়কের উপরে খুন হয়েছিলেন ঝাড়খণ্ডের এক অভিনেত্রী। সেই ঘটনার কিনারা করল হাওড়া গ্রামীণ পুলিশ।

প্রথম থেকেই নিহত রিয়া কুমারী ওরফে ঈশা আলিয়ার স্বামী প্রকাশ কুমারের উপরেই সন্দেহ ছিল পুলিশের। এ দিন হাওড়া গ্রামীণ পুলিশের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হল, রিয়াকে খুন করেছিলেন তাঁর স্বামী প্রকাশই। আজই হাওড়ার চন্দ্রপুর এলাকায় জাতীয় সড়কের পাশ থেকে খুনে ব্যবহৃত ওয়ান শাটার বন্দুকটিও উদ্ধার করেছে পুলিশ৷

কিন্তু কেন নিজের স্ত্রীকে খুন করলেন প্রকাশ? পুলিশ সুপার স্বাতী ভাঙালিয়া জানিয়েছেন, স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে সন্দেহ ছিল প্রকাশের৷ সেই সন্দেহের বশেই রিয়াকে খুন করেন তিনি৷ এই ঘটনার তদন্তে নেমে মোহিত কুমার নামে প্রকাশের এক বন্ধুকে গ্রেফতার করেছিল পুলিশ৷ রিয়াকে খুনের আট মাস আগে এই মোহিতের থেকেই আট হাজার টাকায় একটি ওয়ান শাটার বন্দুক কিনেছিলেন প্রকাশ৷ সেটি দিয়েই রিয়াকে গুলি করে খুন করেন তিনি৷

ঘটনার সূত্রপাত গত ২৮ ডিসেম্বর৷ রাঁচি থেকে স্বামী ও শিশুকন্যার সঙ্গে গাড়িতে কলকাতায় আসার পথে হাওড়ার বাগনানের কাছে খুন হন রিয়া কুমারী নামে ওই তরুণী৷ পুলিশের কাছে প্রথমে রিয়ার স্বামী প্রকাশ দাবি করেন, রাস্তার ধারে গাড়ি থামিয়ে শৌচকর্ম করতে যান তিনি৷ তখনই তিন জন দুষ্কৃতী চড়াও হয়ে ছিনতাইয়ের চেষ্টা করে৷ তখন রিয়া বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়৷ হাসপাতালে নিয়ে গেলে ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করা হয়৷ যদিও প্রকাশের বয়ানে একাধিক অসঙ্গতি পায় পুলিশ৷ ঘটনার পরদিনই তাঁকে গ্রেফতার করা হয়৷

তদন্তে নেমে এর পর এই ঘটনায় প্রকাশের দাদা সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ৷ কিন্তু খুনে ব্যবহৃত অস্ত্রটির খোঁজ মিলছিল না৷ শেষ পর্যন্ত আজ জাতীয় সড়কের পাশে বাগনানের চন্দ্রপুর এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ৷ তখনই ঝোঁপের ভিতর থেকে খুনে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার হয়৷ এর পরেই খুনের রহস্যভেদের কথা পুলিশের পক্ষ থেকে জানানো হয়৷নিহত রিয়া কুমারী একাধিক ইউটিউব ভিডিও-তে অভিনয় করেছেন৷ তাঁর স্বামী প্রকাশও ইউটিউব ভিডিও তৈরির সঙ্গে যুক্ত ছিলেন৷

(Feed Source: news18.com)