ভূমিকম্পে ‘মৃত্যুপুরী’ তুরস্ক! পাশে দাঁড়াল ভারত, বিরাট সাহায্যের ঘোষণা

ভূমিকম্পে ‘মৃত্যুপুরী’ তুরস্ক! পাশে দাঁড়াল ভারত, বিরাট সাহায্যের ঘোষণা

নয়া দিল্লি: ভূমিকম্পে কবলিত সিরিয়া এবং তুরস্ক থেকে আসছে একের পর এক দুর্যোগের খবর। মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৪,৩০০ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে অনুমান করা হচ্ছে। এই অবস্থায় তুরস্ককে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। পিছিয়ে নেই ভারতও।

ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরেই যখন একের পর এক আফটারশকে কাঁপছে তুরস্কর বিস্তীর্ণ এলাকা, তখনই জাতীয় বিপর্যয় মোকবিলা দলকে সেখানে পাঠিয়েছে কেন্দ্র। অত্যাধুনিক সরঞ্জাম, ত্রাণ, খাবার, ওষুধ সহ ভারতের এনডিআরএফ-এর বিশেষ দলকে পাঠানো হয়েছে সেখানে। ভূমিকম্পের পরে এখনও উদ্ধারকার্য চলছে। প্রচুর মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজে সহয়তার কাজও এই দলটি করবে বলে জানা গিয়েছে।

ভারতীয় বায়ুসেনার C-17 বিমান করে এনডিআরএফ এই দলটিকে পাঠানো হয়েছে। দলে পুরুষ এবং মহিলা উভয় কর্মীদের রাখা হয়েছে। তুরস্কে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে এই দলটি কাজ করবে। সোমবার তুরস্কে ভূমিকম্পের পরেই একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকে ভারতের প্রধানমন্ত্রীর দফতর। সেই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রক, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ, বিদেশ মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক-সহ গুরুত্বপূর্ণ দফতরগুলির আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Feed Source: news18.com)