অঙ্কের ভয় কাটতেই চাইছে না? পাশ নিশ্চিত, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অঙ্কের টিপস

অঙ্কের ভয় কাটতেই চাইছে না? পাশ নিশ্চিত, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অঙ্কের টিপস

শিলিগুড়ি: ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ থেকে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। ২ মার্চ অঙ্ক পরীক্ষাl বেশিরভাগ ছাত্রছাত্রী অঙ্ক বিষয়টি নিয়ে চিন্তিত বা দুর্বল থাকে। তাদের জন্য অঙ্ক বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ অধ্যয় সম্পর্কে আলোচনা করলেন শিলিগুড়ির অঙ্কের শিক্ষক দীপ পোদ্দার।

যে বিষয়গুলির ওপর নজর রাখতে হবে…

১) পূর্ণমান পরীক্ষায় ১০০ নম্বরে প্রজেক্ট ১০ নম্বর এবং লিখিত পরীক্ষা ৯০ নম্বরl

২) ছাত্রছাত্রীদের প্রথমেই উপপাদ্য এবং সম্পাদ্যের দিকে খেয়াল রাখতে হবে, পিথাগোরাসের উপপাদ্য, বিপরীত উপপাদ্য, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ দ্বিগুণ ছাড়াও বাকিগুলো ভাল করে করতে অভ্যাস করতে হবেl

৩) সম্পাদ্যের মধ্যে পরিবৃত্ত অংকন, অন্তবৃত্ত অঙ্কন, মধ্য সমানুপাতি নির্ণয়, স্পর্শক অঙ্কন যেগুলি খুব সহজে আঁকা যায়l

৪) পাটিগণিতের মধ্যে তিনটি অধ্যায় রয়েছে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং অংশীদারি কারবার, সরল সুদ অধ্যায় I=Prt/100। অংশীদারি কারবার নয়, নম্বর থেকে শুরু করে ১৫ নম্বর পর্যন্ত অঙ্ক অবশ্যই ভাল করে করুনl

৫) বীজগণিতের মোট চারটি অধ্যায়। দ্বিঘাত সমীকরণ অধ্যয় থেকে সমীকরণ সমাধান এবং প্রশ্নের অঙ্কগুলো ভাল করে করুন, দ্বিঘাত সমীকরণের বীজ সম্পর্কিত অঙ্ক  অভ্যাস করুনl

৬) অনুপাত সমানুপাত অধ্যায় (5.3) থেকে 2 ,4, 5,10 দাগের অঙ্ক ভালl দ্বিঘাত করণী অধ্যায় (9.3) থেকে 2 , 6, 8 দাগের অঙ্ক। ভেদ থেকে সরল ভেদ ব্যস্তভেদের অঙ্ক।

৭) পরিমিতি থেকে লম্ব, বৃত্তাকার চোঙ, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা অধ্যয়ের অঙ্ক, বাকি অধ্যায়গুলো প্র্যাক্টিস করতে হবেl

৮) পরিমিতি থেকে অধ্যায় ৮ : লম্ব বৃত্তাকার চোঙ। অধ্যায় 19: বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা অধ্যয়ের অঙ্ক ভাল করে অভ্যাস করতে হবে।

৯) এ বার ত্রিকোণমিতি থেকে ২০ নম্বর অধ্যয়: কোনও পরিমাপের ধারণা 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 13 দাগের অঙ্কগুলো ভাল করে করুন। 24 নম্বর অধ্যয় থেকে 4, 5, 6, 7, 8, 9 দাগের অঙ্ক করতে হবে।

(Feed Source: news18.com)