৫জি থেকে পুনর্নবীকরণযোগ্য শক্তি, সামিটে ‘উত্তম প্রদেশ’ গড়ার কথা জানালেন আম্বানি

৫জি থেকে পুনর্নবীকরণযোগ্য শক্তি, সামিটে ‘উত্তম প্রদেশ’ গড়ার কথা জানালেন আম্বানি

কলকাতা: ‘উত্তর প্রদেশ হয়ে উঠছে উত্তম প্রদেশ। আইনশৃঙ্খলা থেকে পরিকাঠামোয় সে রাজ্যে আমূল বদল এসেছে। ব্যবসা করা এখন আরও সহজ’। ইউপি ইনভেস্টর সামিট ২০২৩-এ যোগ দিয়ে একথা বললেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি।

শুক্রবার সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ রাজ্যের বিশিষ্টজনেরা। সেখানেই মুকেশ আম্বানি বলেন, ‘‘উত্তরপ্রদেশ ভারতের জন্য আশার আলো হয়ে উঠেছে। ঠিক যেমন ভারত গোটা বিশ্বের জন্য আশার আলো ছড়িয়ে দিচ্ছে।’’

সাম্প্রতিক কেন্দ্রীয় বাজেটের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে মুকেশ আম্বানি বলেন, ‘এই বছরের বাজেট প্রকৃতপক্ষে একটি উন্নত দেশ হিসাবে ভারতের উত্থানের ভিত্তি স্থাপন করেছে। সর্বোচ্চ ক্যাপেক্স বরাদ্দ বাড়ানো হয়েছে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি তো হবেই, বৃহত্তর সামাজিক কল্যাণ সাধিত হবে’।

রিলায়েন্সের চেয়ারম্যান তাঁর এই বিশ্বাসের পিছনে চারটি প্রধান কারণ তুলে ধরেছেন। তাঁর কথায়, ‘‘প্রথমত ভারতীয়রা যে হারে প্রযুক্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে, প্রথম বিশ্বেও এমনটা দেখা যায় না। দ্বিতীয়ত, বিশ্বের মধ্যে ভারতের জনসংখ্যার গড় বয়স সবচেয়ে কম। অধিকাংশই যুবক-যুবতী। তৃতীয়ত, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব। আঞ্চলিকতাবাদ ধীরে ধীরে মুছে যাচ্ছে। উত্তরপ্রদেশ এর উজ্জ্বল উদাহরণ। চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি (পড়ুন প্রধানমন্ত্রী) জাতির মানসিকতায় একটি মৌলিক পরিবর্তন এনেছেন। সাধারণ মানুষের মনে আশাবাদের সঞ্চার হয়েছে।’’

ইনভেস্টর সামিটে মুকেশ আম্বানি উত্তরপ্রদেশের জন্য রিলায়েন্সের পক্ষ থেকে একগুচ্ছ প্রতিশ্রুতিও দেন। তিনি বলেন, ‘প্রথমত, জিও ২০২৩ সালের শেষ নাগাদ রাজ্যের প্রতিটি শহর ও গ্রামকে কভার করার জন্য ৫জি-র রোলআউট সম্পূর্ণ করবে। দ্বিতীয়ত, রিলায়েন্স রিটেল ইউপি জুড়ে কয়েক হাজার কিরানা স্টোর খুলতে চলেছে। এতে উপার্জন বাড়বে। তৃতীয়ত, উত্তরপ্রদেশে পূর্ণ উদ্যমে আমরা ১০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষমতা স্থাপন করব। চতুর্থত প্রধানমন্ত্রীর নমামি গঙ্গে মিশনের সাফল্যে অবদান রেখেছে রিলায়েন্স ফাউন্ডেশন’।

(Feed Source: news18.com)