ভ্যালেন্টাইন্স ডে-তে গরুকে আলিঙ্গনের নির্দেশ প্রত্যাহার কেন্দ্রের

ভ্যালেন্টাইন্স ডে-তে গরুকে আলিঙ্গনের নির্দেশ প্রত্যাহার কেন্দ্রের

নয়া দিল্লি: ভ্যালেন্টাইন্স ডে-তে (V Day 14 February) গরুকে আলিঙ্গনের নির্দেশ প্রত্যাহার করল কেন্দ্র (Modi Govt)। ভ্যালেন্টাইন্স ডে-তে গরুকে আলিঙ্গনের বার্তার (Cow Hug Day ) ইস্যুতে মূলত বিতর্কের ঝড় ওঠে। এরপরেই সমালোচনার মুখে শেষপর্যন্ত, ১৪ ফেব্রুয়ারি গরুকে আলিঙ্গন দিবসের নির্দেশ প্রত্যাহার করল কেন্দ্র।

স্বাভাবিকভাবেই এই নির্দেশিকা সামনে আসার পরই তা নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক! সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই মিমের ছড়াছড়ি। ‘cow hug day’ নিয়ে, ট্যুইটে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ জহর সরকার এবং মহুয়া মৈত্র। মোদি মন্ত্রিসভার মন্ত্রীরা অবশ্য় বিতর্কের মধ্য়েও এই নির্দেশিকার পক্ষেই ব্য়াট ধরেছেন! প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘ যার মাথা থেকে বেরিয়েছে, তার মাথা নিয়ে গবেষণা উচিত… সেদিন অনেক অদ্ভূত দৃশ্য দেখা যাবে…ভ্যালেন্টাইনস ডে-তে গরুর দিকে যাবে না, ষাঁড়ের দিকে যাবে শুভেন্দু। ‘CPM কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় মন্ত্রী কোথায় মানুষের জন্য বলব, কাউ-ডাং মাথায় নিয়ে বের হন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গরুকে আলিঙ্গন করলে, মিলবে মানসিক সুখ এবং সমৃদ্ধি। কিন্তু, প্রেমের দিনে গরুকে আলিঙ্গন করে কতজন সেই সুখ-সমৃদ্ধি চান, সেটাই প্রশ্ন।

(Feed Source: abplive.com)