মুখ্যমন্ত্রী নন, রাজ্যে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে কাজ করবেন রাজ্যপাল

মুখ্যমন্ত্রী নন, রাজ্যে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে কাজ করবেন রাজ্যপাল

কলকাতা: দীর্ঘ টানাপোড়েনের হয়ত অবসান ঘটতে চলেছে৷ রাজভবনের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হল, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে কাজ চালিয়ে যাবেন রাজ্যপালই৷ অর্থাৎ. জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন যে সিদ্ধান্ত হয়েছিল যে মুখ্যমন্ত্রী হবেন আচার্য, সেটি আর থাকছে না৷ শনিবার বিবৃতি দিয়ে এ কথা জানিয়ে দিল রাজভবন৷

শনিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের রাজভবনে যাওয়া নিয়ে জল্পনা ছিল তুঙ্গে৷ রাজভবনের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে এর পর বলা হয়, সুকান্ত মজুমদার আগেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন রাজ্যপালের। ওঁর প্রধান আলোচনার বিষয়বস্তুতিতে ছিল রাজ্যে দুর্নীতি বাড়ছে এবং আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং ১০০ দিনের কাজে দুর্নীতি হয়েছে রাজ্য জুড়ে। তার জন্যই কেন্দ্র টাকা আটকে রেখেছে। পঞ্চায়েত নির্বাচনে যাতে রাজ্যপাল সুষ্ঠু নির্বাচনের দাবি করেন, তার দাবি রেখেছেন সুকান্ত মজুমদার।’

রাজ্যপাল জানিয়েছে, প্রথমত রাজ্যের লোকায়ুক্ত কমিশনের চেয়ারম্যান নিয়োগ আইন অনুযায়ী হয়নি। তার জন্যই রাজ্যপাল অবস্থান নিয়েছেন৷ এর জন্য যে একটি অর্ডিন্যান্স আনা হয়েছিল, সেই অর্ডিন্যান্স কে আপাতত কনসিডার না করে সামনের বিধানসভা অধিবেশনে এটিকে বিল আকারে আনতে হবে।

দ্বিতীয়ত রাজ্যপালের পরিবর্তনে মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন, এই মর্মে যে বিল আনা হয়েছিল, তা স্থগিত থাকছে৷ এখন সিদ্ধান্ত হয়েছে, আগের নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে রাজ্যপাল তাঁর কাজ চালিয়ে যাবেন, দাবি রাজ ভবনের।

তৃতীয়ত উপাচার্যদের বিশ্ববিদ্যালয় কাজ চালিয়ে যাওয়া নিয়ে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে নির্দেশ দিয়েছে রেগুলেশন না মেনে উপাচার্য নিয়োগ হয়েছে। এই বিষয়টি মাথায় রাখা হচ্ছে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে। চতুর্থত রাজ্যপাল নিশ্চয়তা দিয়েছেন যে, তিনি সাধারণ মানুষের হয়ে থাকবেন এবং সাধারণ মানুষের কাছে অ্যাকসেবল হবেন। দুর্নীতির বিষয়ে রাজ্যপাল জিরো টলারেন্স পলিসি নিয়েছেন। কাউকে অনুমতি দেওয়া হবে না নিজের হাতে আইন তুলে নেওয়ার। আগামী পঞ্চায়েত নির্বাচনে কোন হিংসা বরদাস্ত হবে না। নির্বিঘ্নে নির্বাচন পরিচালনার জন্য রাজ্যপাল যা করার করছেন ও করবেন। বিবৃতিতে জানাল রাজভবন।

(Feed Source: news18.com)