গাজিয়ানটেপ: চারপাশে থর থর করে কাঁপছে সবকিছু৷ গত সোমবার ভোররাতে যখন তুরস্কের গাজিয়ানটেপ শহর প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছে, তখন বহু মানুষই গভীর ঘুমের ঘোরে৷ কিছু বুঝে ওঠার আগেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন হাজার হাজার মানুষ৷
ভূমিকম্প হচ্ছে যাঁরা টের পেয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন তুরস্কের গাজিয়ানটেপ শহরের একটি হাসপাতালের দুই নার্স ডেভলেট নিজাম এবং গাজৌল কালিস্কান৷ প্রাণ বাঁচাতে তাঁরাও চাইলে হাসপাতালের বাইরে গিয়ে নিরাপদ স্থানে চলে যেতে পারতেন৷ কিন্তু সেপথে হাঁটেননি ওই দুই নার্স৷ বরং নিজেদের কর্তব্যে অবিচল থেকে ছুটে আসেন হাসপাতালের নিওন্যাটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে৷
Sağlıkçılarımız şahane insanlar👏#GaziantepBüyükşehir İnayet Topçuoğlu Hastanemiz yenidoğan yoğun bakım ünitesinde, 7.7’lik #deprem esnasında minik bebekleri korumak için Hemşire Devlet Nizam ve Gazel Çalışkan tarafından gösterilen gayreti anlatacak kelime var mı?
🌹🌼💐👏👏👏 pic.twitter.com/iAtItDlOwb
— Fatma Şahin (@FatmaSahin) February 11, 2023