থরথর করে কাঁপছে সবকিছু, হাসপাতাল ছেড়ে না পালিয়ে কী করলেন তুরস্কের দুই নার্স?
গাজিয়ানটেপ: চারপাশে থর থর করে কাঁপছে সবকিছু৷ গত সোমবার ভোররাতে যখন তুরস্কের গাজিয়ানটেপ শহর প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছে, তখন বহু মানুষই গভীর ঘুমের ঘোরে৷ কিছু বুঝে ওঠার আগেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন হাজার হাজার মানুষ৷ ভূমিকম্প হচ্ছে যাঁরা টের পেয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন তুরস্কের গাজিয়ানটেপ শহরের একটি হাসপাতালের দুই নার্স ডেভলেট নিজাম এবং গাজৌল কালিস্কান৷ প্রাণ বাঁচাতে তাঁরাও চাইলে হাসপাতালের বাইরে গিয়ে নিরাপদ স্থানে চলে যেতে পারতেন৷ কিন্তু সেপথে হাঁটেননি ওই দুই নার্স৷ বরং নিজেদের কর্তব্যে অবিচল থেকে ছুটে…