খেলা চালাকালীন মাঠেই উদ্দাম যৌনতা, মেসিদের লিগে স্টেডিয়ামে শুট হল পর্ন ফিল্ম

খেলা চালাকালীন মাঠেই উদ্দাম যৌনতা, মেসিদের লিগে স্টেডিয়ামে শুট হল পর্ন ফিল্ম

দুই বছর আগেও ভারতে হয়ত ততটা জনপ্রিয় ছিল না ফরাসি ফুটল লিগ। ‘লিগ ১’ নামক এই ফুটবল প্রতিযোগিতা অবশ্য এখন ভারতের পাশাপাশি গোটা বিশ্বে দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে। মূলত প্যারিস সঁ জঁ-র দৌলতে এই জনপ্রিয়তা। সেই ক্লাবেই খেলেন মেসি, এমবাপে, নেইমাররা। তবে সেই লিগের আরও বেশ কয়েকটি জনপ্রিয় ক্লাবের বিষয়ে আগে থেকেই হয়ত জানতেন অনেক ফুটবল প্রেমী। সেই ক্লাবগুলির মধ্যে একটি হল ‘নিস’। ফ্রান্সের এই ক্লাবের নামই এখন শিরোনামে। তবে তা ফুটবলের কারণে নয়। অভিযোগ, ফুটবল মাঠে পর্ন শুট করা হয়েছে।

অভিযোগ নিস-এর ক্লাব স্টেডিয়াম ‘অ্যালায়ানজ রিভিয়েরা’তে এক ‘অ্যামেচার পর্নস্টার’ তার ফিল্মের শুটিং করেছেন। এই আবহে ক্লাবের ভাবমূর্তি নষ্টি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। আর তাই তারা ক্ষতিপূরণ চেয়েছে। জানা গিয়েছে, যখন পর্ন ফিল্মটির শুটিং চলছিল, তখন মাঠে খেলা চলছিল। নিস ক্লাবটির মালিকানা ব্রিটিশ শিল্পপতি জিম ব়্যাটক্লিফের। তাঁর তরফ থেকে এই ঘটনার অভিযোগ জানানো হয়েছিল ‘ডিপার্টমেন্টাল ডিরেক্টোরেট অফ পাবলিক সিকিউরিটি’কে। অভিযোগ, এহেন ঘটনায় স্টেডিয়ামের নিয়মও লঙ্ঘন করা হয়েছে।

জানা গিয়েছে, লিগ ১-এর ম্যাচ চলছিল গত ২৯ জানুয়ারি। সেদিন ঘরের মাঠে লিল-এর মুখোমুখি হয়েছিল নিস। সেদিনই এই শুটিং হয়। পরে সেই ব্লু ফিল্মটি ভাইরাল হয়। সেখান থেকে অনেকেই স্টেডিয়ামটি চিনতে পারেন। অনেক সমর্থক ক্লাব কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে অবগত করে। এরপরই ক্লাবের তরফে পদক্ষেপ করা হয়। আগামীতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, তাও নিশ্চিত করার কথা বলা হয়। এদিকে স্টেডিয়াম পরিচালনার দায়িত্বে থাকা ‘নিস একো স্টেডিয়াম’ নামক সংস্থাটিও পুলিশে এই নিয়ে অভিযোগ দায়ের করেছে।

(Feed Source: hindustantimes.com)