মাধ্যমিকে জীবন বিজ্ঞানের নম্বর বিভাজন নিয়ে চিন্তিত? কী বললেন শিক্ষক জেনে নিন

মাধ্যমিকে জীবন বিজ্ঞানের নম্বর বিভাজন নিয়ে চিন্তিত? কী বললেন শিক্ষক জেনে নিন

পশ্চিম মেদিনীপুর: আসন্ন মাধ্যমিক পরীক্ষা। ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র দেখে জানা জিনিসই ভুল করে। তাই ছাত্র-ছাত্রীদের জন্য জীবন বিজ্ঞানের প্রশ্ন পত্রে নম্বর বিভাজন এবং কোন অধ্যায় থেকে কত নাম্বার আসবে তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী ব্লকের জয়কৃষ্ণপুর নেহেরু বিদ্যাভবন এর জীবন বিজ্ঞানের শিক্ষক কৌশিক কুমার সিং। দশম শ্রেণীর সিলেবাসে জীবন বিজ্ঞান বিভাগে পাঁচটি অধ্যায় রয়েছে। পরীক্ষায় পাঁচটি অধ্যায় থেকে প্রত্যেকটি থেকেই প্রশ্ন আসবে।

১. বিভাগ (ক) তে মোট ১৫ টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। যার মান ১ করে। এক্ষেত্রে পাঁচটি বিভাগ থেকে তিনটি করে প্রশ্ন থাকবে। এক্ষেত্রে কোন বাড়তি প্রশ্ন থাকবে না।

২. বিভাগ (খ) তে, মোট ২৬ টি শর্ট আনসার টাইপ প্রশ্ন থাকবে। যেখানে উত্তর দিতে হবে ২১ টির। প্রশ্নমান থাকবে ১ করে। শূন্যস্থান পূরণ কর, সত্য মিথ্যা নিরূপণ কর,স্তম্ভ মেলাও এই ধরনের প্রশ্ন থাকবে খ বিভাগে।

৩. বিভাগ (গ) তে, ১৭ টি প্রশ্ন থাকবে। উত্তর দিতে হবে ১২টি প্রশ্নের। প্রশ্নমান থাকবে ২ করে। সংক্ষিপ্ত বাক্যে উত্তর দিতে হবে। বিবৃত কর, ব্যাখ্যা কর, পার্থক্য দাও, বৈশিষ্ট্য করো এই ধরনের প্রশ্ন থাকবে বিভাগ গ’তে ।

৪. বিভাগ (ঘ) তে, ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। যার প্রশ্ন মন থাকবে ৫ করে। এখানে প্রতিটি দাগ নম্বরে ‘অথবা’ একটি প্রশ্ন থাকবে। এই বিভাগে অঙ্কন থাকবে।

প্রতিটি বিভাগ থেকে প্রশ্ন আসার কারণে, পাঠ্য বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। মাল্টিপল চয়েস প্রশ্ন, এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের কারণে বেশি নম্বর তোলা যায়। পরীক্ষা কেন্দ্রে গিয়ে প্রশ্নপত্র করার সময়ে প্রশ্ন চিহ্নিতকরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নভাবে উত্তর লিখতে হবে। অঙ্কন করবার সময় ছবিটির যথাযথ নিরূপণ করতে হবে। নম্বর বিভাজন খেয়াল রাখলে পরীক্ষা সুন্দর হবে।

(Feed Source: news18.com)