ই-বর্জ্য ব্যবস্থাপণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। লায়ন্স ক্লাবের সাহায্যে ১, ৯ এবং ১৬ নম্বর বরোতে কলকাতা পুরসভা সংগ্রহ করবে ই-বর্জ্য। এর জন্য ওই তিনটে বরোতে রাখা থাকবে একটি ড্রপ বক্স। যে ড্রপ বক্সে বাসিন্দারা তাঁদের বাতিল মোবাইল, কমম্পিউটর মনিটর, প্রিন্টারের মতো ই-বর্জ্য ফেলতে পারবেন। শুক্রবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
পরিবেশবিদদের কপালে ভাঁজ ফেলেছে ক্রমশ বেড়ে চলা ই-বর্জ্য। সম্প্রতি কেন্দ্রীয় সরকারও এই ই-বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে উদ্যোগী হয়েছে। নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণে পর্ষদের পোর্টালে এই সংক্রান্ত সব পক্ষকে তথ্য যাবতীয় তথ্য আপলোড করা নির্দেশ দিয়েছে। তার পরই এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। মেয়র বলেন,’ড্রপ বক্সে জমা পড়া সমস্ত ই-বর্জ্য সংগ্রহ করে ভিন রাজ্যে প্রসেসরদের (প্রক্রিয়াকরণ ইউনিট) কাছে পাঠানো হবে প্রক্রিয়াকরণের জন্য।’ তাঁর কথায়,’কমপিউটার বা মোবাইলের মতো ই-বর্জ্য যত্রতত্র ফেলে দেওয়া যাবে না। এতে ক্ষতি হবে মানুষের, সমাজের।’
পরিসংখ্যান অনুযায়ী ই-বর্জ্য নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারত। ২০১৯ সালে দেশে ই-বর্জ্যের পরিমাণ ছিল ৩২ লক্ষ টন। সে জায়গায় দেশে মোট ৫৩০ টি ই-বর্জ্য প্রক্রিয়াকরণ ইউনিটের সম্মিলিত ক্ষমতা প্রায় ১৫ লক্ষ টন। ফলে অর্ধেকের বেশি থেকে যাচ্ছে প্রক্রিয়াকরণের বাইরে। যা সত্যিই কপালে ভাঁজ ফেলার মতো।
(Feed Source: hindustantimes.com)