হাসপাতালের ভিতরে ঢুকেও মারধর! মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

হাসপাতালের ভিতরে ঢুকেও মারধর! মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কলকাতা: হাসপাতালের ভিতরে ঢুকেও মারধরের অভিযোগ তুলল এসএফআই। কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানের প্রচার ঘিরে উত্তেজনা। আগামী ২০ ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই। প্রায় পাঁচ দফা দাবি রয়েছে তাঁদের। সেই অভিযান নিয়েই শুক্রবার আলিপুর ক্যম্পাসে একটি পথসভার আয়োজন করেছিলেন তাঁরা। সেখানেই তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলল এসএফআই। তবে এরপরে আক্রান্তদের এসএসকেএম হাসপাতালে নিয়ে এলে, সেখানেও মারধর করা হয়েছে বলে অভিযোগ।

শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে ২০ ফেব্রুয়ারি অভিযান নিয়ে একটি পথসভা আয়োজন করা হয়েছিল। সেখানেই তাঁদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপর আহতদের নিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানও হামলার অভিযোগ তোলেন তাঁরা। এই ঘটনার প্রেক্ষিতে দুজন ছাত্রের মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি, এসএফআই কলকাতা জেলা সম্পাদক মহম্মদ আতিফ নিসারের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। বিষয়টির নিন্দা করে একাধিক পোস্ট দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

আক্রান্ত অবস্থাতেই সংগঠনের কলকাতা জেলা কমিটির সম্পাদক আতিফ বলেন, “সেই পথসভা চলাকালীন হঠাৎ আমাদের তিনজন কমরেডের উপর তৃণমূলের বেশ কিছুজন চড়াও হন। তাঁদের মাথা ফেটে যায়। বেশ আঘাত পান তাঁরা। আহতদের নিয়ে আমরা এসএসকেএম হাসপাতালে আসি। তবে সেখানেও তৃণমূল ছাত্র পরিষদের বহু মানুষ এসে চড়াও হন আমাদের উপর। তবে অদ্ভুতভাবে পুলিশ কোনও ভূমিকা নেয়নি প্রথমে। তারপর যখন তাঁরা দেখেন ওখানকার রোগীর পরিবাররা এসে বিষয়টা সামাল দিচ্ছিল। তখন পুলিশ নড়ে চড়ে বসেন।”

প্রসঙ্গত,  আগামী ২০ ফেব্রুয়ারি তাঁদের পক্ষ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দিয়েছে এসএফআই। সেই অভিযানকে মাথায় রেখে এদিন আর্মহার্স্ট স্ট্রিটের সিটি কলেজের সমানে থেকে শুরু করে স্কটিশ চার্চ কলেজ পর্যন্ত মিছিল করেন এসএফআই কর্মীরা। ২০ তারিখের অভিযানে মূলত ফি বৃদ্ধির কথা উঠে আসবে বলে তাঁরা জানিয়েছেন। যে ফি বৃদ্ধি করা হচ্ছে তারই প্রতিবাদ স্বরূপ-ই এই আন্দোলন।

(Feed Source: news18.com)