শামি, জাডেজাদের আগুনে বোলিংয়ের দৌলতে প্রথম দিনশেষে চালকের আসনে ভারত

শামি, জাডেজাদের আগুনে বোলিংয়ের দৌলতে প্রথম দিনশেষে চালকের আসনে ভারত

নয়াদিল্লি: অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টের (IND vs AUS 2nd Test) প্রথম ইনিংসে ২৬৩ রানে আউট করার পর, কোনও উইকেট না হারিয়েই ২১ রানে প্রথম দিনের খেলা শেষ করল ভারতীয় দল। দিনশেষে ২৪২ রানে পিছিয়ে রয়েছে ভারতীয় দল। দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ও কেএল রাহুল অপরাজিত রয়েছেন। রোহিত ১৩ ও রাহুল ৪ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

খাওয়াজার, হ্যান্ডস্কম্বের লড়াই

এদিন টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ভারতীয় একাদশে একটিই বদল ঘটে। চোট সারিয়ে একাদশে ফেরেন শ্রেয়স আইয়ার। যার জন্য একাদশের বাইরে বসতে হয়েছে সূর্যকুমার যাদবকে। ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খায় অজি শিবির। মাত্র ১৫ রান করে ওয়ার্নার ফিরে যান মহম্মদ শামির (Mohammed Shami) বলে। অবশ্য আরেক ওপেনার উসমান খাওয়াজা (Usman Khawaja) প্রথম ম্য়াচে ভাল পারফর্ম করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে এদিন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৮১ রান করে তিনি। নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান খাওয়াজা। তবে মিডল অর্ডারে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের মাথা স্টিভ স্মিথ খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। মার্নাস লাবুশেন ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

ভারতীয় বোলারদের দাপটে একসময় ১৬৮ রানেই ছয় উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে প্যাট কামিন্সকে সঙ্গ নিয়ে পিটার হ্যান্ডস্কম্ব লড়াই চালান। সপ্তম উইকেটে ৫৯ রান যোগ করেন দুইজনে। তবে রবীন্দ্র জাডেজা একই ওভারের পরপর দুই উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ফের ব্যাকফুটে ঠেলে দেন। কামিন্স ৩৩ রানে আউট। তবে হ্যান্ডস্কম্ব লড়াই চালিয়ে যান। অজিদের ২৫০ রানের গণ্ডিও পার করান তিনি। ভাগ্যের সহায়তাও পান হ্যান্ডস্কম্ব। নো বলে আউট হ্যান্ডস্কম্বকে আউট করেন জাডেজা।

রোহিতের জীবনদান

তবে এই সুযোগটা অজিরা খুব বেশি কাজে লাগাতে পারেনি। মাত্র সাত রান পরেই ২৬৩ রানে অল আউট হয়ে যায় অজিরা।  ৭২ রান করে অপরাজিত থাকেন হ্যান্ডস্কম্ব। ভারতের হয় শামি চার এবং অশ্বিন ও জাডেজা তিনটি করে উইকেট নেন। অক্ষর পটেল ও মহম্মদ সিরাজ অবশ্য কোনও উইকেট পাননি। দিনের শেষলগ্নে ব্যাট করাটা ওপেনারদের জন্য বরাবরই কঠিন। তবে ভারতীয় ওপেনারর সফলভাবেই এই সময়টা অতিক্রান্ত করেন। রোহিতকে আম্পায়ার একবার আউট দিলেও, রিভিউয়ে সেই সিদ্ধান্ত বদল করা হয়।

(Feed Source: abplive.com)