স্লো ওভার-রেটে শাস্তি কমাতে কলকাঠি নাড়েন খোয়াজা!২-১ জনের কথা রাখতে কি নিয়ম বদল?
গত সপ্তাহে ডারবানে আইসিসির বার্ষিক সভায় স্লো ওভার-রেটের শাস্তি (জরিমানা) নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হয়ে গেলেও তড়িঘড়ি নতুন নিয়ম লাগু হয় আন্তর্জাতিক ক্রিকেটে। আসলে এতদিন স্লো ওভার রেটের জন্য যে শাস্তি পেতে হতো সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের, তা এক ঝটকায় কমিয়ে দেওয়া হয় অনেকটা। এতদিন প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ২০ শতাংশ হারে ম্যাচ ফি কেটে নেওয়া হতো। নতুন নিয়ম অনুযায়ী প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য মাত্র ৫ শতাংশ হারে ম্যাচ…