ICC | Mohammed Siraj-Travis Head: ভারতীয় তারকার বিরাট ভুল! আর রেয়াত করল না আইসিসি, ব্রিসবেনে নামার আগেই এবার…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যাডিলেডে টেস্ট ১০ উইকেটে জিতে, অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতা ফিরিয়ে এনেছে। ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু সিরিজের তৃতীয় টেস্ট। তবে অ্যাডিলেডের রেশ এখনও কাটল না। ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও অজি স্টার ব্যাটার ট্রাভিস হেড (Travis Head) অ্যাডিলেডে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। এবার আইসিসি (ICC) দু’জনেই শাস্তি দিল। মাঠে ঝামেলা করে আইসিসির আচরণবিধি ভেঙেছেন সিরাজ-হেড। তাঁদের একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। পাশাপাশি সিরাজের ম্যাচ-ফি’র ২০ শতাংশ কেটে…