Sourav Ganguly | World Cup 2023 Final: ‘ধোনিকেই এবার জিজ্ঞাসা করতে হবে…’ মহারাজের প্রেসক্রিপশন মাহি!
দেবাঞ্জন বন্দ্যোপাধ্য়ায়: ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫-র পর ২০২৩। ষষ্ঠবারের জন্য় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ২০ বছর আগের বদলা নিতে পারেনি ভারত। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ভারত খেলেছিল রিকি পন্টিংয়ের (Ricky Ponting) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেবার ফাইনালে ভারত হেরেছিল ১২৫ রানে। রোহিতদের সামনে সুযোগ ছিল মধুর প্রতিশোধ নেওয়ার। গত রবিবার বদলায়নি ইতিহাস। আহমেদাবাদে অধরাই ছিল ‘বদলাপুর’। স্বপ্নভঙ্গ হয়েছে আবার বছর ২০ পর। ফাইনালে ভারত হেরে যায় ছয় উইকেটে। বিশ্বসেরা হয় সেই অস্ট্রেলিয়া। প্রায় এক লক্ষ দর্শকের প্রবল শব্দব্রহ্ম…