Virat Kohli Ranji Trophy Return: কোহলিকে জোর করে রঞ্জি খেলানো হল! দেশের তারকা ক্রিকেটারের চাঞ্চল্যকর পোস্ট
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথায় বলে ‘ঠেলার নাম বাবাজি’! আর ঠিক সেই কথাই এবার প্রযোজ্য হয়েছে ভারতীয় দলের মহানক্ষত্রদেরও জন্য। আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে না থাকলে খেলতেই হবে ঘরোয়া ক্রিকেট। আর ঝাড়াই-বাছাই করার কোনও সুযোগ হাতে নেই। বিরাট কোহলির (Virat Kohli) মতো রোহিত শর্মাও (Rohit Sharma) ফ্লপ হয়েছিলেন বর্ডার-গাভাসকর ট্রফিতে (BGT 2024-25)। দুই মহারথীকেই অনেকে অবসরের পাঠানোর রায় দিয়েছিলেন। কিন্তু বিসিসিআই (BCCI) কার্যত লাইফ-লাইন দিলেন রো-কো জুটিকে! রঞ্জি ট্রফিতে খেলেই প্রমাণ করতে হবে নিজেদের। ১২ বছর পর দিল্লির হয়ে মাঠে…